বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে আট বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১৭ এপ্রিল) দুপুরে এ ঘটনায় শিশুটির মা বাদি হয়ে ইউনুস শেখ নামে একজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বোয়ালমারী থানায় ধর্ষণ চেষ্টা মামলা করেন।
অভিযোগে জানা যায়, বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের কামারগ্রাম পশ্চিমপাড়া এলাকায় শিশুটি শুক্রবার বাড়ির পাশের বারাসিয়া নদীতে গোসল করছিল। এ সময় একই গ্রামের মো. ইউনুস শেখ (৫০) ওই মেয়েটিকে ঘাড়ে করে পার্শ্ববর্তী রায়পুর শ্মশানের কাছের এক বাগানে নিয়ে জীবন নাশের হুমকি দিয়ে ধর্ষণের চেষ্টা করে।
রাতে শিশুটির গোপনাঙ্গে ব্যথা হলে শিশুটি কান্নাকাটি করে এবং পরিবারের সদস্যদের কাছে ঘটনা খুলে বলে। এরপর শিশুটিকে রাতেই বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। অবস্থার অবনতি ঘটায় উন্নত চিকিৎসার জন্য শুক্রবার গভীর রাতে ওই শিশুটিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ ঘটনায় শিশুটির মা বাদি হয়ে শনিবার দুপুরে ইউনুছ শেখকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ এর ৪ এর খ ধারায় বোয়ালমারী থানায় ধর্ষণ চেষ্টার মামলা করেন।
বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. আমীর হামজা বলেন, শিশুটি অসুস্থ অবস্থায় শুক্রবার রাত সাড়ে এগারোটার দিকে হাসপাতালে এসেছিল। ধর্ষণ চেষ্টার লক্ষণ পেয়েছি। প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মো. নুরুল আলম বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।
সান নিউজ /আরএস/বিএস