নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ : ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৪ এপ্রিল) দুপুর ২টার দিকে নগরীর শিল্পাচার্য জয়নুল উদ্যান সংলগ্ন ব্রহ্মপুত্র নদে এ ঘটনা ঘটে। নিহতরা হলো- নগরীর সানকিপাড়া এলাকার নাসিমের ছেলে সায়েম (৭), একই এলাকার রতন মিয়ার ছেলে আহাদ (১০) ও শহীদুল ইসলামের ছেলে জিহাদ (৮)।
বিষয়টি নিশ্চিত করেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে কর্তব্যরত চিকিৎসক কাফিয়া ফেরদৌসী।
ময়মনসিংহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইউনিট লিডার মজিবুর রহমান বলেন, জয়নুল উদ্যান সংলগ্ন ব্রহ্মপুত্র নদে পাঁচজন শিশু খেলতে খেলতে পানিতে নামে। পরে তাদের মধ্যে দুজন পানি থেকে উঠতে সক্ষম হলেও বাকি তিনজন পানিতে ডুবে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ওই তিন শিশুকে উদ্ধার করে মমেক হাসপাতালে নিয়ে আসে।
কাফিয়া ফেরদৌসী বলেন, দুপুর ২টার পরে একসঙ্গে প্রথম দুই শিশু আসে। তারপর ইমারজেন্সি থেকে আরো এক শিশুকে আনা হয়। কিন্তু তাদের কাউকে আমরা জীবিত পাইনি।
সান নিউজ/আরএস/এসএম