পঞ্চগড় প্রতিনিধি:
বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় আজ শিলাবৃষ্টি হয়েছে। তবে এই বৃষ্টির কারণে তেমন কোনো ক্ষয়-ক্ষতির সংবাদ পাওয়া যায়নি। এই বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড করা হয়েছে ৩ দশমিক ৬ মিলিমিটার।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর ২টার পর এ শিলাবৃষ্টি শুরু হয়। তবে ১০-১৫ মিনিট শিলাবৃষ্টি হলেও বৃষ্টিপাত হয় আধাঘণ্টা ধরে।
কম সময় ধরে শিলাবৃষ্টি হওয়ায় তেঁতুলিয়ায় তেমন কোন ক্ষতি হয়নি।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম বলেন, দুপুরে শুরু হওয়া শিলাবৃষ্টি পশ্চিম দিক দিয়ে তেঁতুলিয়া অতিক্রম করে।
এদিকে বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড করা হয়েছে ৩ দশমিক ৬ মিলিমিটার।
তিনি বলেন, বৃহস্পতিবার সকাল ৯টায় সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় রেকর্ড করা হয় ১৮ দশমিক ২ ডিগ্রি এবং সর্বোচ্চ রেকর্ড করা হয় ৩০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
সান নিউজ/আরএইচ