নিজস্ব প্রতিনিধি, খুলনা: খুলনায় বৃহস্পতিবার (৮ এপ্রিল) মোট দুই হাজার ৫৫ জন করোনার ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়েছেন। এর মধ্যে খুলনা সিটি কর্পোরেশন এলাকায় এক হাজার ৭৮ জন এবং নয়টি উপজেলায় মোট নয়শ ৭৭ জন।
উপজেলাগুলোর মধ্যে দাকোপ ৯১ জন, বটিয়াঘাটায় ৫৯ জন, দিঘলিয়া ৮৯ জন, ডুমুরিয়া দুইশত ৬৮ জন, ফুলতলা ৫৭ জন, কয়রা ৯৬ জন, পাইকগাছা একশত ৭৭ জন, রূপসা একশত চার জন এবং তেরখাদায় ৩৬ জন দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করেছেন। টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ এক হাজার পাঁচশ ৯৪ এবং নারী চারশ ৬১ জন।
এছাড়া প্রথম ডোজের কার্যক্রম চলমান রয়েছে। আজ প্রথম ডোজে মোট তিনশ ৯৩ জন ভ্যাকসিন নিয়েছেন। এর মধ্যে সিটি কর্পোরেশন এলাকায় একশ ৭৮ জন এবং সাতটি উপজেলায় মোট দুইশ ১৫ জন। উপজেলাগুলোর মধ্যে দাকোপ ২০ জন, ডুমুরিয়া ৩৭ জন, ফুলতলা ৪৩ জন, কয়রা পাঁচ জন, পাইকগাছা ১৪ জন, রূপসা আট জন এবং তেরখাদায় নয় জন টিকা গ্রহণ করেছেন। টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ দুইশ ৫৩ এবং মহিলা একশ ৪০ জন।
সান নিউজ/কেএ/কেটি