নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও : করোনা মোকাবেলায় ঘোষিত লকডাউনের দ্বিতীয় দিনে ঠাকুরগাঁওয়ে ঢিলেতালে লকডাউন পালন করতে দেখা গেছে। দূরপাল্লার গণপরিবহন চলাচল বন্ধ থাকলেও অটোরিকশা জাতীয় গাড়ির চলাচল ছিল স্বাভাবিক। এদিকে মাস্ক ব্যবহার না করায় ২য় দিনেও ১০ জনকে আর্থিক জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৬ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত মাস্ক ব্যবহার না করায় ১০ পথচারীকে আর্থিক জরিমানা করেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন ।এ সময় তিনি পথচারীদের মাস্ক ব্যবহার করার জন্য সচেতনতা সৃষ্টিতে উদ্বুদ্ধ করেন এবং দরিদ্র লোকজনকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, সারাদেশে চলাচলের উপর নিষেধাজ্ঞার ২য় দিন চলছে। ইতোমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে ঠাকুরগাঁও জেলার সীমানায় চেকপোষ্ট বসানো হয়েছে। গণপবিরহন যাতে চলাচল করতে না পারে এবং সাধারণ মানুষ মাস্ক ব্যবহার করে সে জিনিসটি নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।
সান নিউজ/বি/কেটি