শামীম রেজা, মানিকগঞ্জ: মানিকগঞ্জের সদর উপজেলায় তরা এলাকায় জাটকা ইলিশ বিক্রির দায়ে দুই আড়তদারকে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন- সুশান্ত রাজবংশী ও নির্মল।
মঙ্গলবার (৬ এপ্রিল) ভোর ৬টার দিকে উপজেলার তরা মৎস্য আড়তে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জহিরুল ইসলাম আকন্দ জানান, মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর অধীনে অবৈধভাবে জাটকা ইলিশ বিক্রির দায়ে দুই আড়তদারকে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। ওই দুই আড়তদারের কাছ থেকে প্রায় ১০০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত ইলিশ স্থানীয় তিনটি এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে বলে জানান তিনি।
উক্ত অভিযানে সার্বিক সহায়তা করেন মানিকগঞ্জ সদর থানা পুলিশ।
সান নিউজ/কেটি