নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : গত ২৮ মার্চ ব্রাহ্মণবাড়িয়ায় হামলা ভাঙচুরের সময় শহরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙার মামলার আসামি আরমান আলিফকে (২২) ভিডিও ফুটেজ দেখে গ্রেফতার করেছে র্যাব ১৪ এর আভিযানিক দল।
এ বিষয়ে সোমবার (৫ এপ্রিল) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়াতনে সংবাদ সম্মেলন এ তথ্য জানিয়েছেন র্যাব ১৪ অধিনায়ক লে. কর্নেল আবু নাঈম মো. তালাত। এর আগে রোববার রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিশ্বরোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে জেলার নাসিরনগর উপজেলার ফুলকাকান্দি গ্রামের শুকুর মিয়ার ছেলে।
লে. কর্নেল আবু নাঈম মো. তালাত সাংবাদিকদের জানান, ভিডিও ফুটেজ দেখে হামলাকারীকে চিহ্নিত করা হয়েছে। পরে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিশ্বরোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্য মতে শহরের কাজীপাড়া ভাড়া বাসা থেকে ম্যুরাল ভাঙার কাজে ব্যবহৃত শাবল, একটি অবৈধ পিস্তল, ২টি ম্যাগজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় সাংবাদিকরা তার দলীয় পরিচয় জানতে চাইলে তদন্তের স্বার্থে বিস্তারিত জানাতে অপরাগতা প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে র্যাব ১৪ সহকারী পরিচালক রাফিউদ্দিন মোহাম্মদ যোবায়েরসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সান নিউজ/এনআই/কেটি