নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ : সরকার ঘোষিত ৭ দিনের লকডাউন গোপালগঞ্জবাসী যথাযথভাবে পালন করছে। লকডাউনের প্রথম দিনে সোমবার (৫ এপ্রিল) সকাল ৬টা থেকে গোপালগঞ্জে এই লকডাউন শুরু হয়। শহরবাসী সকালে বাজার সদাই করে যার যার ঘরে ঢুকে পড়ে। অতিপ্রয়োজন ছাড়া কেউকে বাইরে ঘোরাফেরা করতে দেখা যায়নি। আদালত ও অফিস পাড়ায় লোকজন সীমিত পরিসরে দেখা গেছে। সেই সঙ্গে গোপালগঞ্জের ব্যাংকগুলোতে গ্রাহকদের উপস্থিতি কম দেখা গেছে। যারা লেনদেন করতে এসেছেন তারা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে লেনদেন করছেন।
এছাড়া গোপালগঞ্জ জেলা সদরসহ ৫ উপজেলার নিত্য প্রয়োজনীয় ও ঔষধের দোকান ছাড়া সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে লকডাউনে সাধারণ মানুষকে ঘর থেকে বের হতে নিরুসাহিত করছে। মাস্ক পড়াসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। জেলার হাট, বাজারসহ বিভিন্ন স্থানে পুলিশ ও ম্যাজিস্ট্রেটদের টহল দিতে দেখা গেছে।
এদিকে, লকডাউনের কারণে ঢাকা-খুলনাসহ দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটে কোন যাত্রীবাহী বাস চলাচল করেনি। তবে রিক্সা, ভ্যান ও আটোরিক্সা চলতে দেখা গেছে।
সান নিউজ/বিকে/কেটি