নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবসহ ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান পরির্দশন করেছেন গণস্বাস্থ্যের ট্রাস্টি ও প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহর নেতৃত্বে একটি প্রতিনিধি দল। শনিবার (৩ এপ্রিল) দুপুরে ১৪ সদস্যের প্রতিনিধি দল হামলায় ক্ষতিগ্রস্ত ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব ও আহত ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি রিয়াজউদ্দিন জামিসহ আহত অন্যান্য সাংবাদিকদের সমবেদনা জানাতে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে যান।
এ সময় তিনি সাংবাদিকদের কাছ থেকে সেদিনের ঘটনার বিবরণ শুনেন। এ সময় তিনি বলেন, সাংবাদিকদের ওপর যে হামলা হয়েছে তা ঘৃণ্য কাজ। আমরা এ ঘটনায় মর্মাহত।
এ সময় তিনি বিভিন্ন ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান পরিদর্শন করেন এবং আহত ব্যক্তিদের সাথে কথা
বলেন। এছাড়া নিহতদের পরিবারের সাথে সাক্ষাৎ করারও কথা রয়েছে তার। এসময় তার সাথে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকিসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সান নিউজ/এনআই/কেটি