সারাদেশ

আ.লীগ নিজেদের ব্যর্থতা ঢাকতেই অপরের কাঁধে দায় চাপাচ্ছে

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় সহিংসতার ঘটনায় জেলা আওয়ামী লীগ যে ব্যর্থতার পরিচয় দিয়েছে তার দায় এড়াতেই অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন পৌর নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী মাহমুদুল হক ভুইয়া।

শুক্রবার (২ এপ্রিল) সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলন করে তিনি লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন। এ সময় তিনি বলেন, বিগত পৌর নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেয়ার কারণেই জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ তার বিরুদ্ধে হেফাজতের সহিংসতার সাথে জড়িত থাকার অভিযোগ আনছে।

তিনি আরো বলেন, ঘটনার আগের দিন জেলা আওয়ামী লীগের মিছিলের পেছন থেকে মাদ্রাসা ছাত্রদের লক্ষ্য করে যারা হামলা চালিয়েছিল তারা আওয়ামী লীগের অনুপ্রবেশকারী। তিনি হেফাজতের হরতাল থেকে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর ও সামাজিক, সাংস্কৃতিক প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান।
তিনি আরো বলেন, এই ভাঙচুরের সাথে ছাত্রদল ও যুবদলের সম্পৃক্ততা রয়েছে। এছাড়াও সহিংসতার সাথে জড়িতদের ইসলামের শত্রু উল্লেখ করে ব্রাহ্মণবাড়িয়ায় সংগঠিত ঘটনার জন্য বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান তিনি।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, কৃষকলীগ নেতা ফরিদ উদ্দিন দুলাল, আতাউর রহমান জাকির প্রমুখ। সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনি মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এনআই/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা