সারাদেশ

অব্যবস্থাপনায় কাপ্তাই হ্রদে কমছে মাছ উৎপাদন 

এম.কামাল উদ্দিন, রাঙামাটি : নানা অব্যবস্থাপনার কারণে রাঙামাটির কাপ্তাই হ্রদে কমছে মাছের উৎপাদন। কমে যাচ্ছে কার্পজাতীয় মাছ। ব্যাহত হচ্ছে প্রাকৃতিক প্রজনন। রয়েছে রাজস্ব আদায়সহ নানা ক্ষেত্রে নয়ছয়ের অভিযোগ। এ ছাড়াও হ্রদ হারাচ্ছে নাব্যতা। বর্জ্যে দূষিত হচ্ছে হ্রদের পানি। অব্যাহতভাবে চলছে অবৈধ উপায়ে মাছ শিকার। দ্রুত এসব অব্যবস্থাপনা রোধে করণীয় পদক্ষেপ নেয়া না হলে ভবিষ্যতে হ্রদের অস্তিত্ব টিকিয়ে রাখা সম্ভব হবে না। এসব আশঙ্কা খোদ মাছ বিজ্ঞানী ও গবেষকদেরও।

দক্ষিণ-পূর্ব এশিয়ার সর্ববৃহৎ কৃত্রিম জলরাশি কাপ্তাই হ্রদ। এটি বাংলাদেশের প্রধান মৎস্য উৎপাদন ক্ষেত্র। বিদ্যুৎ উৎপাদনের লক্ষে ১৯৬০ সালে খরসোতা কর্ণফুলী নদীর ওপর রাঙামাটির কাপ্তাইয়ে নির্মিত বাঁধের ফলে এ হ্রদের সৃষ্টি। এদিকে হ্রদের নাব্যতা দেখা দেওয়ার কারণে নৌ-যান চলাচলে চরম সংকটে পড়েছে লঞ্চ, বোট ও দ্রুত ইঞ্জিন চালিত স্প্রিড বোট চালকরা।

অপরদিকে, হ্রদের পানি কমে যাওয়াতে হ্রদের মাছ শিকারী জেলেদের মধ্যে ও সংকট বিরাজ করছে।

খোঁজ নিয়ে জানা গেছে, নানা অব্যস্থাপনার কারণে দিন দিন কাপ্তাই হ্রদে মাছের উৎপাদন কমে যাচ্ছে। হ্রদের নাব্যতা হারানোর পাশাপাশি বর্জ্যে দুষিত হচ্ছে হ্রদের পানি। ফলে নষ্ট হচ্ছে মাছের বিচরণ ক্ষেত্র ও আবাসস্থল। বন্ধকালীন অবৈধ উপায়ে মাছ শিকার, আহরণ ও পাচার চলে আসছে অব্যাহতভাবে। মাছ শিকার বন্ধকালীন প্রায় সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষের চোখকে ফাঁকি দিয়ে চলে অবৈধ মাছ আহরণ।

জেলা প্রশাসক মো. মিজানুর রহমান বলেন, কাপ্তাই হ্রদে কার্পজাতীয় মাছের উৎপাদন হতাশাজনক। তাই কার্পজাতীয় মাছের উৎপাদন বাড়াতে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের কাপ্তাই হ্রদ বিপণন কর্তৃপক্ষকে বিশেষ পদক্ষেপ নিতে হবে।

বিভিন্ন সময়ে পরিচালিত গবেষণার তথ্য উল্লেখ করে মৎস্য বিজ্ঞানী ও কর্মকর্তারা বলেন, রাঙামাটির কাপ্তাই হ্রদ বাংলাদেশের প্রধান মৎস্য ভান্ডার ও উৎপাদন ক্ষেত্র। প্রায় সাড়ে সাতশ বর্গকিলোমিটার আয়তনের এ কাপ্তাই হ্রদে উৎপাদিত মাছ যায় সারা দেশে। কিন্তু নানা কারণে ব্যাহত সৃষ্টি হওয়ায় হ্রদে দিন দিন মাছের উৎপাদন কমে যাচ্ছে।

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনষ্টিটিউট নদী উপকেন্দ্রে রাঙামাটির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আজহার আলী বলেন, কাপ্তাই হ্রদ সৃষ্টির শুরুর দিকে কার্পজাতীয় মাছের উৎপাদন ছিল ৮০ ভাগ। তা থেকে কমতে কমতে বর্তমানে ৪-৫ ভাগে নেমে এসেছে। মাছের প্রাকৃতিক প্রজনন ব্যাহত হওয়ার কারণে উৎপাদনে এ ধস নেমে আসে। হ্রদে মাছের উৎপাদন বাড়াতে প্রাকৃতিক প্রজনন ক্ষেত্রগুলো সংরক্ষণ করতে উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সান নিউজ/কেইউ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কুমিল্লায় গোমতী নদীতে অবৈধ বালু উত্তোলন: ৬ ট্রাক জব্দ, ১ জনের জেল

কুমিল্লার গোমতী নদীর চরে অবৈধভাবে বালু উত্তোলনে ০৬...

সন্ত্রাসীদের ছুরিকাঘাতে ছাত্রদল নেতাসহ আহত চার

বগুড়ার রেলওয়ে এলাকায় ছাত্রদল নেতার ওপর সন্ত্রাসী হ...

ভালুকায় নারী ও শিশু ধর্ষণ প্রতিরোধ ও মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

নারী ও শিশুর প্রতি যৌন সহিংসতা প্রতিরোধ এবং মাদকমু...

ফেন্সিডিল ও মদসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

নীলফামারীতে ফেন্সিডিল ও বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী...

সন্ত্রাসীদের ছুরিকাঘাতে ছাত্রদল নেতাসহ আহত চার

বগুড়ার রেলওয়ে এলাকায় ছাত্রদল নেতার ওপর সন্ত্রাসী হ...

ফেন্সিডিল ও মদসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

নীলফামারীতে ফেন্সিডিল ও বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী...

ভালুকায় নারী ও শিশু ধর্ষণ প্রতিরোধ ও মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

নারী ও শিশুর প্রতি যৌন সহিংসতা প্রতিরোধ এবং মাদকমু...

কুমিল্লায় গোমতী নদীতে অবৈধ বালু উত্তোলন: ৬ ট্রাক জব্দ, ১ জনের জেল

কুমিল্লার গোমতী নদীর চরে অবৈধভাবে বালু উত্তোলনে ০৬...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা