নিজস্ব প্রতিনিধি, নরসিংদী : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ বলেছেন, আগামী কিছু দিনের মধ্যে প্রবাসী কার্যক্রমকে অনলাইনে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। এর ফলে দালাল কিংবা মানুষের হাতে কোনো টাকা পয়সা থাকবে না। টাকা পয়সা সহ সব কিছুই অনলাইনে থাকবে। অনলাইনেই ভিসাসহ সবকিছু যাচাই বাছাই করা যাবে।
বৃহস্পতিবার রাতে ঢাকার হোটেল কন্টিনেন্টালে ওকাপ আয়োজিত মিডিয়া মাইগ্রেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
অভিবাসী কর্মী উন্ন প্রোগ্রাম (ওকাপ) সভাপতি শাকিরুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নারায়ণগঞ্জের আড়াইহাজারের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মনিরুছ সালেহীন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- ওকাপ নির্বাহী পরিচালক ওমর ফারুক চৌধুরী।
আলোচনা শেষে দেশের আটজন মিডিয়াকর্মীকে মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড প্রদান করা হয়। টেলিভিশন ক্যাটাগরিতে নরসিংদীর শরীফ ইকবাল রাসেল অ্যাওয়ার্ড লাভ করেন। এসময় মাইগ্রেশন নিয়ে কাজ করা বিভিন্ন সংস্থার প্রতিনিধি ও মিডিয়া কর্মীরা উপস্থিত ছিলেন।
এই নিয়ে চতুর্থবারের মতো তিনি মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড ও একবার কৃষি রিপোর্টিং অ্যাওয়ার্ড অর্জন করেন।
সান নিউজ/এসআই/কেটি