মাসুম লুমেন, গাইবান্ধা: গাইবান্ধায় উপবৃত্তির টাকা পাইয়ে দেওয়া বাবদ শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১ এপ্রিল) গাইবান্ধা আদর্শ ডিগ্রি কলেজে উপবৃত্তি প্রত্যাশীদের অভিযোগের পর বিষয়টি প্রকাশ পায়।
দুপুরে কলেজে গিয়ে অতিরিক্ত টাকা আদায়ের বিষয়টি নিশ্চিত করেন ভুক্তভোগী শিক্ষার্থীরা। সেসময় ছাত্রলীগের নেতাকর্মীদের বিক্ষোভ ও সাংবাদিকদের উপস্তিতিতে অবৈধভাবে আদায়কৃত টাকা ফেরত দিতে রাজি হয় কলেজ কর্তৃপক্ষ। চলতি বছর গাইবান্ধা আদর্শ ডিগ্রি কলেজ থেকে একাদশ ও দ্বাদশ শ্রেণির ১৮১ জন শিক্ষার্থী উপবৃত্তির জন্য মনোনীত হন।
কলেজের দ্বাদশ শ্রেণি ও ডিগ্রি শাখার শিক্ষার্থীরা জানান, উপবৃত্তির টাকা উত্তোলনের জন্য প্রত্যেক শিক্ষার্থীর নিকট থেকে ১২০ টাকা করে জমা দিতে হবে বলে কলেজ থেকে জানানো হয়। কলেজের অধ্যক্ষ উপবৃত্তির জন্য খরচ হিসেবে কিছু টাকা নিতে হচ্ছে বলে স্বীকার করেন। পরে উত্তপ্ত শিক্ষার্থীরা কলেজে আন্দোলন করলে অধ্যক্ষ এবং কলেজের গভর্নিং বডির সভাপতি উত্তোলিত ১২০ টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিলেও এমন ঘটনার তীব্র প্রতিবাদ জানাতে থাকেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানান, কোনো কোনো শিক্ষার্থীর কাছ থেকে উপবৃত্তি পাইয়ে দেওয়ার কথা বলে ৫শ টাকা করেও আদায় করেছে কলেজ কর্তৃপক্ষ।
কলেজের অধ্যক্ষ মো. মোজাহিদ হোসেন টাকা নেওয়ার কথা স্বীকার করে বলেন, এই টাকা কলেজের এক শিক্ষকের কাছে জমা করা হয়েছে। আগামী রোববার শিক্ষার্থীদের কাছে থেকে আদায়কৃত টাকা ফেরত দেবেন বলেও উপস্থিত সবার সামনে অঙ্গিকার করেন। এসময় কয়েকজন শিক্ষার্থীকে টাকা ফেরত দেওয়া হয়।
সান নিউজ/কেটি