সারাদেশ

বিকালে অপহরণ রাতে উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় এক শিশু অপহরণের পর রাতেই শিশুটিকে উদ্ধার করেছে পুলিশ। এ অপরাধে পুলিশ পাঁচজনকে আটক করেছে।

বুধবার দিবাগত রাত সাড়ে তিনটায় দিকে উপজেলার আনন্দধাম এলাকার অভিযান চালিয়ে একটি বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

অপহৃত শিশু কাজী আব্দুল আজিজ ওই এলাকার দন্ত চিকিৎসক কাজী সজীবের একমাত্র ছেলে।

বুধবার বিকেলে আলমডাঙ্গা পৌর এলাকার কলেজপাড়ায় বাড়ির সামনে থেকে শিশুটিকে অপহরণ করা হয়।

কাজী সজীব জানান, বন্ধুদের সঙ্গে বাড়ির সামনে খেলছিল। সন্ধ্যায় ছেলেকে বাড়ি ফিরতে না দেখে অনেক খোঁজাখুঁজির পর রাতেই আলমডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ করি। এরপর রাত ১০টার দিকে মোবাইল ফোনে কল দিয়ে ১০ লাখ টাকা মুক্তিপণ চায় অপহরণকারীরা। টাকা না দিলে আমার ছেলেকে হত্যা করার হুঁমকিও দেয় তারা।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, শিশুটির বাবার লিখিত অভিযোগের পর অভিযান শুরু করে পুলিশ। শহরের বিভিন্ন স্থানের সিসিটিভি ক্যামেরার মাধ্যমে অভিযুক্ত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা করা হয়। সারা রাত অভিযানের পর মধ্যরাত সাড়ে ৩টার দিকে আনন্দধাম এলাকার একটি বাড়ি থেকে অপহৃত শিশুটিকে উদ্ধার করা হয়। সেইসাথে অপহরণের মূল পরিকল্পনাকারী সজীবের চাচাতো ভাই কাজী সুমনসহ পাঁচজনকে আটক করা হয়।

সান নিউজ/এসকে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা