নিজস্ব প্রতিনিধি, পিরোজপুর : পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার পত্তাশীতে স্থানীয় এক কাঠ ব্যবসায়ীকে হাত-পা বেঁধে নির্যাতনের ঘটনায় ঐ ইউনিয়নের চেয়ারম্যান হাওলাদার মো. মোয়াজ্জেম হোসেনসহ ২২ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছে নির্যাতনের শিকার আল আমীনের (৩১) পিতা আলী আকবার। এ ঘটনায় যুবলীগের আহবায়ক মজিদ ফকির ও আওয়ামী লীগ নেতা আলাম ফকিরকে গ্রেফতার করেছে পুলিশ ।
নির্যাতনের শিকার আল আমীনের (৩১) পিতা আলী আকবার বাদী হয়ে বুধবার ইন্দুরকানী থানায় ১০ জনের নাম উল্লেখ করে এবং আরও ১০-১২ জনকে অজ্ঞাত আসামি মামলাটি দায়ের করেন।
এর আগে এক নারীকে শ্লীলতাহানির অভিযোগে গত রবিবার রাতে আল আমীনকে হাত পা বেঁধে নির্মমভাবে নির্যাতন করে গ্রেফতারকৃত মজিদ ও আলামসহ একদল যুবক। এরপর ইন্দুরকানী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আল আমীনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরবর্তীতে এক নারীকে শ্লীলতাহানির অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনেই একটি মামলায় গ্রেফতার করা হয় আল আমীনকে। নির্যাতিত আল আমীনের বাবা বাদী হয়ে আজ ইন্দুরকানী থানায় মামলাটি দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন এর নির্দেশে অন্যান্য অভিযুক্তরা পূর্বপরিকল্পিতভাবে আল আমীনকে নির্মমভাবে নির্যাতন করেছে। মামলায় ইউপি চেয়াম্যান মোয়াজ্জেম হোসেন এর ছেলে সানি হাওলাদারকেও আসামি করা হয়েছে।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ুন কবির জানান, এ ঘটনায় পুলিশ মজিদ ফকির ও আলাম ফকিরকে গ্রেফতার করা হয়েছে। বাকি অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।
সান নিউজ/কেএস/কেটি