সারাদেশ

টিকা নেয়ার ২১ দিন পর করোনায় কলেজশিক্ষকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, বরিশাল: করোনাভাইরাস প্রতিরোধক টিকা গ্রহণের ২১ দিনের মাথায় মৃত্যু হয়েছে মহিউদ্দিন হাওলাদার (৬০) নামের এক কলেজ শিক্ষকের।

বুধবার (৩১ মার্চ) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মরহুম মহিউদ্দিন হাওলাদার ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজের ইসলামের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক এবং কাঠালিয়া সদর ইউনিয়নের জয়খালী গ্রামের বাসিন্দা ছিলেন।

তথ্য নিশ্চিত করে শহীদ রাজা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আবুল বসার বাদশা জানান, মহিউদ্দিন হাওলাদার দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন। পরে পিসিআর ল্যাবে পরীক্ষা করালে তার কোভিড-১৯ পজেটিভ আসে।

পরবর্তীতে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তিনি মৃত্যুবরণ করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১০ মার্চ বরিশাল জেনারেল হাসপাতালে করোনাভাইরাস প্রতিরোধক ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেন মহিউদ্দিন হাওলাদার।

এর চারদিনের মাথায় তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। তার শরীরে জ্বর এবং ব্যথাসহ করোনার অন্যান্য উপসর্গ দেখা দেয়। এরপর ২৪ মার্চ করোনা পরীক্ষা করলে ২৫ মার্চ রিপোর্ট পজেটিভ আসে।

ক্রমশ শারীরিক অবস্থার অবনতি ঘটলে দুদিন পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করে আইসিইউতে নেয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ প্রসঙ্গে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. আব্দুর রাজ্জাক বলেন, ‘মহিউদ্দিন নামের ওই ব্যক্তি হাসপাতালে ভর্তির আগেই করোনা আক্রান্ত ছিলেন। মৃত্যুর পরে পুনরায় তার নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।

তিনি বলেন, সরকারি সকল স্বাস্থ্যবিধি মেনে মহিউদ্দিন হাওলাদারের মৃতদেহ দাফন-কাফনের জন্য পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/কেআর/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা