নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও: দেশ সেরা স্কুল ঠাকুরগাঁও হরিপুর উপজেলার চরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশপ্রহরী মোফাজ্জল হোসেন (২২) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৩১ মার্চ) সকালে বিদ্যালয়ে পশ্চিম পাশে একটি ভুট্টা ক্ষেতের পাশে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় মরদেহের পাশে মদের বোতল ও গাঁজা সেবনের সরন্জাম উদ্ধার করা হয়।
হরিপুর থানার অফিসার ইনচার্জ আওরঙ্গজেব এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত মোফাজ্জল হোসেন (২২) হরিপুর উপজেলার চরভিটা গ্রামের আমির হোসেনের ছেলে ও তিনি হরিপুর চরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশ্যপ্রহরী ছিলেন।
চরভিটা স্কুলের প্রধান শিক্ষক এরফান আলী বলেন, স্কুলটি প্রতিষ্ঠান পর থেকেই মোফাজ্জল আমার এখানে কাজ করে আসছে। কারো সাথে কখনো তার ঝগড়া বিবাদ হয়নি। মঙ্গলবার সন্ধ্যায় তার সাথে দেখা হয়েছে। তখনো সে ভালো ছিল। রাত থেকে তাকে খুঁজে পাওয়া যায়নি। সকালের দিকে স্কুলের পাশে ভুট্ট ক্ষেতে তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা আমাকে খবর দিলে আমি থানায় খবর দেই।
হরিপুর থানার অফিসার ইনচার্জ আওরঙ্গজেব বলেন, নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন দেখা যায়নি। তবে অতিরিক্ত মদ্যপানে তার মৃত্যুর হতে পারে অথবা কেউ তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করতে পারে। বিষয়টি নিশ্চিত হতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
সান নিউজ/কেটি/