মাসুম লুমেন, গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে শিশু আরিফুল ইসলাম হত্যা মামলায় পাঁচ আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও দুই আসামিকে বেকসুর খালাস দিয়েছেন বিজ্ঞ আদালত।
বুধবার (৩১ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে গাইবান্ধা সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় দেন। সেইসাথে দন্ডপ্রাপ্ত পাঁচ আসামিকে নগদ এক লাখ টাকা করে জরিমানা করা হয়। অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন বিজ্ঞ আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলেন- গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের প্রধান আসামি গোলজার রহমান খন্দকার (৪০), সাহেব খন্দকার (৪৫) উভয়ের পিতা মৃত, মছির উদ্দিন খন্দকার। হারুন খন্দকার (২২), পিতা, সাহেব খন্দকার, ফরিদুল ইসলাম খন্দকার (২৫) এবং ৫. জরিদুল ইসলাম খন্দকার(২০), উভয়ের পিতা গোলজার রহমান খন্দকার। আর বেকসুর খালাস পেয়েছেন মোছা. আনোয়ারা বেগম (৪০) স্বামী সাহেব খন্দকার এবং হালিমা বেগম (৪০) স্বামী. গোলজার রহমান। তাদের সকলের বাড়ি নাকাই গ্রামে।
আদালতের জি আর ও পুলিশ শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ মামলায় ১৭ জনের সাক্ষ্যগ্রহণের পর বিচারক এ রায় দেন।
উল্লেখ্য ২০১৩ সালের ১১ই ফেব্রুয়ারী গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের নাকাই গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মো. আব্দুল কাফি মিয়ার শিশুছেলে আরিফুল ইসলামকে কুপিয়ে জখম করে আসামিরা। পরে চিকিৎসাধীন অবস্থায় আরিফুলের মৃত্যু হয়। এ ঘটনায় নিহত আরিফুলের বাবা আব্দুল কাফি হত্যা মামলা দায়ের করেন। মামলার সাত বছর পর আলোচিত এই হত্যা মামলার রায় ঘোষণা করেন বিজ্ঞ আদালত।
সান নিউজ/কেটি