নিজস্ব প্রতিনিধি, নড়াইল : জলবায়ু ট্রাস্ট ফান্ডের অর্থায়নে নড়াইল পৌরসভায় “জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মোকাবেলার জন্য নড়াইল পৌর এলাকার জলাবদ্ধতা নিরসন ও পরিবেশ উন্নয়ন প্রকল্প” শীর্ষক প্রকল্প কাজের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৩০ মার্চ) নড়াইল পৌরসভার আয়োজনে জেলখানা এলাকায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর মেয়র আঞ্জুমান আরা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
এসময় আরো বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, পৌরসভার সচিব ওহাবুল আলম, পৌরসভার নির্বাহী প্রকৌশলী লক্ষি কান্ত হালদার, পৌরসভার সহকারী প্রকৌশলী সুজন মিয়া প্রমুখ।
এসময় কাউন্সিলর কাজী জহিরুল হক, শরফুল আলম লিটু, আনিসুর রহমান, মাসুদ রানা বাবুল, ইপি রানী বিশ্বাসসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।
জানাগেছে, নড়াইল পৌরসভার জেলখানা এলাকা থেকে দুর্গাপুর পর্যন্তু আরসিসি ড্রেন নির্মাণ করা হবে। এতে নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় দুই কোটি টাকা।
সান নিউজ/এসআই/কেটি