নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেট বিভাগের চার জেলায় আরও ৯৯ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ২২৯ জনে।
সোমবার (২৯ মার্চ) বিকেলে সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া ও পরিসংখ্যানবিদ মতিউর রহমান স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় বিভাগের চার জেলায় করোনা আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৩৯ জন, সবমিলিয়ে এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৬ হাজার ৬৬ জন।
একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কোনো মৃত্যু হয়নি। তবে এ পর্যন্ত বিভাগের চার জেলায় মহামারি এ ভাইরাসে মৃত্যু হয়েছে ২৮৩ জনের।
ওই প্রতিবেদন থেকে জানা যায়, সিলেট জেলায় সবচেয়ে বেশি ১০ হাজার ৬১১ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে করোনামুক্ত হয়েছেন ৯ হাজার ৯২০ জন। আর এ জেলায় করোনায় মৃত্যু হয়েছে ২১৮ জনের। সুনামগঞ্জ জেলায় শনাক্ত হওয়া ২ হাজার ৫৭৯ জনের মধ্যে এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ২ হাজার ৫২৯ জন; মৃত্যু হয়েছে ২৬ জনের।
হবিগঞ্জে করোনা শনাক্ত হওয়া ২ হাজার ৪১ জনের মধ্যে করোনামুক্ত হয়েছেন ১ হাজার ৬৯৪ জন। মৃত্যু হয়েছে ১৬ জনের। আর মৌলভীবাজার জেলায় করোনা শনাক্ত হওয়া ১ হাজার ৯৯৮ জনের মধ্যে করোনামুক্ত হয়েছেন ১ হাজার ৯২৩ জন। এ জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৩ জনের।
হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ভর্তি রোগীর সংখ্যা বেড়েছে। সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ৮৬ জন, সুনামগঞ্জে দুইজন, হবিগঞ্জে একজন এবং মৌলভীবাজারের হাসপাতালে তিনজন করোনা পজিটিভ রোগী কোয়ারেন্টাইনে রয়েছেন। অনেকে বাড়ি থেকে চিকিৎসা নিচ্ছেন।
সান নিউজ/কেটি