সারাদেশ

সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর  জন্য স্বাস্থ্যসেবা প্রকল্পের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি, ভোলা : উপকূলীয় জেলার স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে ভোলার সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা প্রকল্পের উদ্বোধন করা হয়। সোমবার (২৯ মার্চ) ভোলা জেলা সিভিল সার্জেন এর সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের উদ্বোধন করেন ভোলার জেলা প্রশাসক মো: তৌফিক-ই-লাহী চৌধুরী।

এই প্রকল্পের মাধ্যমে অসুস্থতা এবং মৃত্যুর হার হ্রাস এবং সর্বজনীন স্বাস্থ্য কভারেজ এর মাধ্যমে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মধ্যে স্বাস্থ্য পরিবার পরিকল্পনা এবং পুষ্টির ফলাফল নিশ্চিত করতে প্রকল্পটি কাজ করবে।

এছাড়াও কর্ম এলাকার স্বাস্থ্য সেবা সরবরাহকারীদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ ব্যবস্থা, স্বাস্থ্যসেবা কেন্দ্রে সরঞ্জাম সহায়তা, ভিডিও কলের মাধ্যমে ডাক্তার বুথ সেবার মাধ্যমে উপকূলের মানুষকে সেবা প্রদান করা হবে।

ইউকেএইড-এর আর্থিক সহযোগিতা এবং কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড-এর নেতৃত্বে ‘পার্টনার্স ইন হেলথ এন্ড ডেভেলপমেন্ট-পিএইচডি’ নামের সংস্থাটি ভোলা পৌরসভা, চরফ্যাশন উপজেলা ও মনপুরা উপজেলায় এই প্রকল্পটি বাস্তবায়ন করছে। উপকূলবর্তী জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবার সংকট মোকাবেলায় বিভিন্ন করণীয় ও পরিকল্পনা তুলে ধরেন, যাতে এই অঞ্চলের জনগোষ্ঠী নির্বিঘ্নে স্বাস্থ্যসেবা পেতে পারে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা: সৈয়দ রেজাউল ইসলাম এর সভাপত্বিতে এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা পৌর মেয়র মো: মনিরুজ্জামান, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মাহামুদুল হক আযাদ, ভোলা প্রেস ক্লাবের সভাপতি এম হাবিবুর রহমান, পিএইডির ব্যবস্থাপনা পরিচালক মো: আব্দুস সালাম খান, পিএইচডি প্রকল্পের বিভাগীয় সমন্বয়কারী মো: মোমেন খান প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মো: তৌফিক-ই-লাহী চৌধুরী বলেন, উপকূলবর্তী সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা সংকট কাটিয়ে উঠতে প্রয়োজন সরকারি ও বেসরকারি সংস্থার সমন্বিত প্রচেষ্টা। এই প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীর স্বাস্থ্য সুবিধা প্রাপ্তির হার বাড়াতে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি। এর পাশাপাশি তিনি এই প্রকল্পের সার্বিক সফলতা কামনা করেন এবং প্রকল্প বাস্তবায়নে সকল প্রকার সহায়তা প্রদানের আশ্বাস দেন।

অনুষ্ঠানে ভোলা পৌরসভার মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ভোলা পৌরসভায় ইএইচডি প্রকল্প বাস্তবায়ন হচ্ছে জেনে আমি আনন্দিত, আমি আশা করছি এই প্রকল্পের মাধ্যমে পৌরসভার সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য অত্যাবশ্যকীয় স্বাস্থ্য সেবা নিশ্চিত কল্পে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। তিনি আরও বলেন এই প্রকল্প বাস্তবায়নে পৌরসভার পক্ষ থেকে সকল প্রকার সহায়তা অব্যহত থাকবে। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ গ্রহণ করেন।


সান নিউজ/এএইচটি/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সবজির বাজারে স্বস্তি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিভিন্ন বাজারে কমেছে পেঁয়াজ, সবজি...

বৈষম‌বিরোধী আন্দোলনে বেঁচে ফেরার আশা করেনি

নিজস্ব প্রতিবেদক: ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতন আন্দোল&zwnj...

বড় দুর্ঘটনা থেকে বাঁচলেন পূজা 

বিনোদন ডেস্ক: ঢাকাই চিত্রনায়িকা ও মডেল পূজা চেরি ডজনখানেক ছব...

স্বামীকে মৃত দেখিয়ে মামলা, নারী আটক

জেলা প্রতিনিধি : সাভারের আশুলিয়ায় জীবিত স্বামীকে বৈষম্যবিরোধ...

ইসলামী ব্যাংকের সাথে হাব-এর মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে হ...

ঢাকার বায়ুর মান অস্বাস্থ্যকর

নিজস্ব প্রতিবেদক: বায়ুদূষণের কবল থেকে নিস্তার মিলছে না দিল্ল...

২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী...

বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃ...

কাল গ্যাস থাকবে না যেসব এলাকায় 

নিজস্ব প্রতিবেদক: গ্যাস পাইপলাইনের জরুরি স্থানান্তর বা মেরাম...

অরবিসের সঙ্গে কাজ করতে আগ্রহী

নিজস্ব প্রতিবেদক: দেশে চোখের যত্ন ও পরিষেবা সম্প্রসারণের জন্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা