নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার: কুলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়নে হেফাজতে ইসলামের হরতালের সমর্থনে রোববার ( ২৮ মার্চ ) পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পরে হেফাজতের কর্মীরা। এসময় ২জন পুলিশসহ হেফাজতের ২০ কর্মী আহত হয়।
পুলিশ সুত্রে জানা যায়, হেফাজতে ইসলামের ডাকা হরতালে কুলাউড়া উপজেলা সদরে কোন কার্যক্রম বা মিছিল মিটিং হয়নি। তবে উপজেলার হাজিপুর ইউনিয়নের কটারকোনা ও পীরের বাজারে হেফাজত কর্মীরা সকালে অবরোধের চেষ্টা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যারিকেড সরিয়ে নেয়ার চেষ্টা চালালে হেফাজত কর্মীরা বাঁধা দেয়।
এতে উভয়পক্ষের মধ্যে শুরু হয় সংঘর্ষ। হেফাজত কর্মীদের হামলায় এসআই মাসুদ আলম ও কনস্টেবল সঞ্জিত নাশে দু’জন পুলিশ আহত হয়। এছাড়া হেফাজতের ১৫-২০ জন কর্মী আহত হয়েছে বলে জানা গেছে।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিনয় ভূষণ রায় জানান, পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষকালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৩৩ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। পরে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশ আহতের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
সান নিউজ/এসকেডি/ এনকে