নিজস্ব প্রতিনিধি, রাজশাহী : রাজশাহীর মহানগরীর উপকন্ঠে কাটাখালীতে বাস এবং মাইক্রোবাস ও সিএনজি ইমা গাড়ির ত্রিমুখী সংঘর্ষে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। সংঘর্ষে ইমাগাড়ি এবং মাইক্রোবাসের এলপিজি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হলে অগ্নিদগ্ধ হয়ে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
শুক্রবার (২৬ মার্চ) জুম্মার নামাজের সময় দুপুর পৌনে দুইটার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী হানিফ বাস ঢাকা রুটের দিকে যাচ্ছিল। অন্যদিকে একটি যাত্রীবাহী মাইক্রোবাস বানেশ্বর থেকে রাজশাহীর দিকে আসছিল। অপরদিকে একটি যাত্রীবাহী সিএনজি ইমা গাড়ি রাজশাহী থেকে বানেশ্বরের দিকে যাচ্ছিল। রাজশাহীর উপকন্ঠ কাটাখালির কাপাশিয়া এলাকায় পৌঁছানো মাত্র ওভারটেকিং অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস এবং মাইক্রোবাস ও সিএনজি ইমা গাড়ির ত্রিমুখী সংঘর্ষ হয়। এর মধ্যে মাইক্রোবাস ও সিএনজি ইমা গাড়ির মুখোমুখি সংঘর্ষে উভয় গাড়িতে থাকা এলপিজি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে মাইক্রোবাস ও ইমার ভিতরেই অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলে ১১ জন নিহত হন প্রত্যক্ষদর্শীরা জানান।
গুরুতর আহত কয়েকজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও চারজন মারা যান। এঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন বলে একাধিক সূত্র থেকে জানা গেছে। সর্বশেষ খবর অনুযায়ী নিহতদের পরিচয় সম্পর্কে এখনও নিশ্চিত হতে পারেনি প্রশাসন।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস বলেন, সংঘর্ষে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। তবে ঠিক নিহতের সংখ্যা এখনও নিশ্চিত করা যাচ্ছে না।
স্থানীয়রা জানায়, নিহতদের মধ্যে ৪ জন নারী, ২ জন শিশু এবং অন্যরা পুরুষ। আর ঘটনাস্থলেই ১১ জন নিহত হন। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে পুলিশ আশঙ্কা করছেন।
সান নিউজ/এমআর/এম/কেটি