মাসুম লুমেন, গাইবান্ধা: গাইবান্ধায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশার উপর উঠে যায় একটি পিকনিকের বাস। এতে ঘটনাস্থলেই সিএনজি ও অটোরিকশার দুই যাত্রী নিহত হওয়ার ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের ফাঁসিতলা বাজারে এ দুর্ঘটনা ঘটে। এ সময় বাসের আট থেকে দশজন যাত্রী গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
নিহতরা হলেন- সোনাতলা উপজেলার পাকুল্লা গ্রামের মোহন মিয়া (২৮) ও ফিরোজ কবির (২৯)।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম সান নিউজকে বলেন, ‘রংপুরগামী একটি পিকনিকের বাস নিয়ন্ত্রণ হারিয়ে হটাৎ করেই রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশার ওপর উঠে গেলে সিএনজি ও অটোরিকশার দুই যাত্রী নিহত হন। এসময় বাসটি উল্টে গিয়ে বাসের কয়েকজন যাত্রী আহত হন।
গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আরিফ আনোয়ার বলেন, ‘আপাতত নিহতের সংখ্যা দুই জন। গুরুতর আহত বাস যাত্রী ৮-১০ জনকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অনেকের অবস্থা আশংকাজনক'।
সান নিউজ/কেটি