নিজস্ব প্রতিনিধি, নড়াইল : নড়াইলে বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতার সুবর্ন জয়ন্তী ও জাতীয় দিবস পালিত হচ্ছে। শুক্রবার ( ২৬ মার্চ ) প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সুচনা করা হয়। পরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন শেষে শহীদ স্মৃতি স্তম্ভ, গন কবর, বধ্যভূমি, জেলা প্রশাসকের কার্যালয়ের বঙ্গবন্ধু ও চেতনা চত্বর ও বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, বিশেষ দো’আ, কুচকাওয়াজ, বীরমুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামীলীগ, নড়াইল পৌরসভা, নড়াইল প্রেসক্লাব, জেলা আইনজীবি সমিতিসহ বিভিন্ন রাজনৈতিক দল,সরকারি-বেসরকারি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পন মোনাজাত, গণকবর জিয়ারত করা হয়।
এসব কর্মসূচিতে নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় পরিষদ সদস্য বীরমুক্তিযোদ্ধ এডভোকেট ফজলুর রহমান জিন্নাহ, জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারন সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, পৌর মেয়র আঞ্জুমান আরা, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট অচিন চক্রবর্তি, সাধারন সম্পাদক এডভোকেট ওমর ফারুকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
অপরদিকে লোহাগড়া উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গসহযোগি সংগঠনের পক্ষ থেকে মহান স্বাধীনতার সুবর্ন জয়ন্তী ও জাতীয় দিবস পালিত হয়। এসময় উপজেলা চেয়ারম্যান সিকদার আব্দুল হান্নান রুনু, উপজেলা নির্বাহী কর্মকর্তা রোসলিনা পারভীন, পৌরময়র আশরাফুল আলম আশরাফ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সৈয়দ আশিকুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন, সাধারন সম্পাদক সৈয়দ মুশউর রহমানসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
এদিকে কালিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গসহযোগী সংগঠনের পক্ষ থেকে মহান স্বাধীনতার সুবর্ন জয়ন্তী ও জাতীয় দিবস পালিত হয়। এসময় উপজেলা চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষ, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুদা, পৌরময়র ওয়াহিদুজ্জামান হিরা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শেখ কনি মিয়া, উপজেলা আওয়ামীলীগের সভাপতি হারুন-অর-রশিদ, আওয়ামীলীগ নেতা শহীদুল ইসলাম শাহীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
সান নিউজ/শরিফুল/এসএ