মাসুম লুমেন, গাইবান্ধা: গাইবান্ধায় বিস্ফোরণে তিন জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (২৩) গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের নিকুরাই গ্রামের চাঁদপাড়ায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থলের সেই বাড়িটি ঘেরাও করে রেখেছে পুলিশ।
তবে কীসের বিস্ফোরণে তাদের মৃত্যু হয়েছে তা পুলিশ ও ফায়ার সার্ভিসের কেউই নিশ্চিত করতে পারেনি।
স্থানীয়দের ধারণা, বোমা তৈরি করার সময় এই বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের তিন জনের মধ্যে একজন নিকুরাই গ্রামের চাঁদপাড়ার ঘটনাস্থলের বাড়ির মালিক বোরহান, একই গ্রামের ওয়াহেদুল এবং অপরজন অজ্ঞাত।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মেহেদি হাসান জানান, ঘটনাস্থলে ১ জন এবং গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাকি ২ জনের মৃত্যু হয়।
ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আরিফ আনোয়ার বলেন, একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এটি গ্যাস সিলিন্ডার নাকি কোনও বিস্ফোরক তা নিশ্চিত হওয়া যায়নি।
সান নিউজ/কেটি