নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা : সাতক্ষীরার তালায় নির্বাচনকে ঘিরে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী লাঙ্গল প্রতীকের কর্মী সমর্থক ঋষি সম্প্রদায়ের বসতবাড়ি, ব্যবসায়ীর দোকানপাট ভাংচুরসহ একজনকে কুপিয়ে জখম ও আটটি মোটর সাইকেল ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৩ মার্চ ) মধ্যরাতে তালার খানপুর ঋষিপাড়ায় এ হামলার ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় তালা ইউনিয়নের মুড়াকলিয়া গ্রামের তফেজ উদ্দীন শেখের ছেলে ওজিয়ার শেখ (৫০) গুরুতর জখম হয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ইউনিয়নের খানপুর বাজারের ব্যবসায়ি হারুন মোড়ল জানান, আতর্কিতভাবে হামলা চালিয়ে আমার দোকানঘর ভাঙচুর করা হয়েছে। হিন্দুদের বসত ঘরে হামলা চালিয়ে ঘেরাবেড়া ও ঘরের চাল ভাঙচুর করেছে। তিনি আরও জানান, রাতে চেয়ারম্যানের সন্ত্রাসী বাহিনী তান্ডব চালিয়েছে।
তালা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বর্তমানে জাতীয় পার্টির লাঙল প্রতিকের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক এসএম নজরুল ইসলাম জানান, আওয়ামী লীগের অনুপ্রবেশকারী সরদার জাকিরসহ তার পরিবার চিহ্নিত সন্ত্রাসী। যার কারণে তার ভাই সরদার মশিয়ারকে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয়। জেলা আওয়ামী লীগের সেই বহিষ্কার পত্রেও স্পষ্টভাবে তাদের সন্ত্রাসী বাহিনী ও তান্ডবের কথা উল্লেখ করা হয়েছে।
তিনি বলেন, আতর্কিতভাবে হামলা চালিয়ে লাঙল প্রতিকের সমর্থক ওজিয়ার শেখকে কোপানো হয়েছে। মুমূর্ষ অবস্থায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটটি মোটর সাইকেল ভাংচুর করা হয়েছে। আগামী ১১ এপ্রিল নির্বাচনে জনগণ তাদের প্রত্যাখান করবে সেটি বুঝতে পেরে জনগণের উপর তান্ডব ও সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে। এর আগে সরদার জাকির তালা থানার এএসআইকে মারপিট, তার ভাই মহিলা পুলিশ কন্সটেবল ও তার স্বামীকে মারপিট করেছে। আরেক ভাই নিকারী পাড়ার লুৎফর নিকারীকে হত্যা করেছে।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল জানান, ঘটনাটি জানার পর রাতেই গিয়ে সার্বিক পরিস্থিতি দেখেছি। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। এ ব্যাপারে বুধবার (২৪ মার্চ) বেলা ১টা পর্যন্ত এখনো মামলা হয়নি। তবে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
সান নিউজ/এমআই/এনকে