নিজস্ব প্রতিনিধি, নরসিংদী : কোভিড-১৯ এর ভ্যাক্সিন গ্রহণ করার ২০ দিন পর করোনায় আক্রান্ত হয়ে আট দিন অসুস্থ থাকার পর মারা গেলেন নরসিংদী প্রেসক্লাবের সাবেক দপ্তর সম্পাদক ও তোফাজ্জল হোসেন।
গত ২৫ ফেব্রুয়ারি তোফাজ্জল হোসেন অন্যান্য আরো কয়েকজন সংবাদ কর্মীর সাথে নরসিংদী থেকে করোনা ভ্যাক্সিন গ্রহণ করেন। এরপর তিনি অনেকটা নিরাপদেই চলাফেরা করেন বলে জানায় পরিবার। এরপরও ১৬ মার্চ তিনি করোনায় আক্রান্ত হন। এসময় তিনি চিকিৎসকের পরামর্শ নিয়েই চলছেন। এরমধ্যে গতকাল মঙ্গলবার প্রায় ১২টায় শ্বাসকষ্ট বেশী দেখা দিলে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা দেন। এসময় রাস্তায় তিনি মারা যান।
বুধবার সকাল ১১টায় তরোয়া মাজার জামে মসজিদ প্রাঙনে তার জানাজা শেষে দাফন কাজ সম্পন্ন হয়। এসময় জেলা প্রশাসন, জেলা ও উপজেলা প্রেসক্লাবের প্রতিনিধিসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের ব্যক্তিরা জানাজায় অংশগ্রহণ করেন।
তোফাজ্জল হোসেন নরসিংদী থেকে প্রকাশিত সাপ্তাহিক নরসিংদীর কবর পত্রিকার বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ঢাকা থেকে বিভিন্ন পত্রিকায় কাজ করেছেন। মৃত্যুকালে দুই ছেলে ও স্ত্রীসহ গুণগ্রাহী রেখে যান।
সান নিউজ/এসআই/কেটি