নিজস্ব প্রতিনিধি, গাজীপুর : সংসদ সদস্য নির্বাচিত হওয়ার দুই বছর তিন মাসের কাছাকাছি এসে তৃণমূলে জবাবদিহিতার ব্যতিক্রমী উদ্যোগ নিলেন গাজীপুর ৩ আসনের সাংসদ মোহাম্মদ ইকবাল হোসেন সবুজ এমপি। সংসদ সদস্য হওয়ার আগে টানা কয়েক বছর গাজীপুর-৩ আসন জুড়ে গ্রাম পর্যায়ে ব্যতিক্রম উঠান বৈঠক করে ব্যাপক সাড়া ফেলেছিলেন মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ। একাদশ সংসদ নির্বাচনে প্রথমবার দলের মনোনয়ন পেয়ে নির্বাচনী শেষ জনসভায় ঘোষণা দিয়েছিলেন, ‘আজ থেকে গাজীপুর-৩ আসনটিই আমার পরিবার’।
এবার সেই ঘোষণাকৃত পরিবারটির (গাজীপুর ৩) পাওয়া না-পাওয়াসহ মনের কথা জানতে ব্যতিক্রমী আরেক উদ্যোগ নিলেন তিনি। তৃণমূল সমন্বয় সভা মুখোমুখি দাঁড়িয়ে জনতার কথা শুনতে চাই-বলতে চাই অনুষ্ঠানের মাধ্যমে দাঁড়ালেন জনতার কাঠগড়ায়।
কৃষক, শ্রমিক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রশ্নের জবাব দেন এ সংসদ সদস্য। সোমবার (২২ মার্চ ) শ্রীপুর উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নের গাজীপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে প্রথম তৃণমূল সমন্বয় সভা।
গাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজাহার হোসেন তালুকদারের সভাপতিত্বে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক শহিদুল্লাহ্ শহিদের সঞ্চালনায় সকাল ১১ টায় শুরু হয়ে বিকাল ৫ টার দিকে শেষ হয় অনুষ্ঠান। এসময় জেলা উপজেলা বিভিন্ন ইউনিয়নের সকল নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে গাজীপুর ৩ আসনের সাংসদ মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ বলেন, নির্বাচনী এলাকার প্রতিটি ইউনিয়নবাসীর কাছে আলাদাভাবে প্রতিবছর ওই সভার মাধ্যমে সবার কথা শুনবেন, জবাব দেবেন।
সান নিউজ/টিআইএস/এনকে