নিজস্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গায় সড়কের দুই পাশে থাকা শতাধিক অবৈধ স্থাপনা গুলো উচ্ছেদ করা হয়েছে। তিনদিন ব্যাপি এ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।
সোমবার (২২ মার্চ ) দুপুর থেকে চুয়াডাঙ্গা সড়ক ও জনপথ বিভাগ এ উচ্ছেদ অভিযান কার্যক্রম পরিচালনা করছে চুয়াডাঙ্গা জেলা শহরের গুরুত্বপূর্ণ স্থানে।
চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন স্থানে সড়ক ও জনপথ বিভাগের রাস্তার দুই পাশে অবৈধভাবে দখল করে নির্মাণ করা হয়েছে কাঁচা ও আধাপাকা ঘর। অবৈধ দখলদারদের নোটিশ দিয়ে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সড়ক ও জনপথ বিভাগ।
এ সময় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সড়কের দুই পাশ থেকে। চুয়াডাঙ্গা জেলা শহরের বড়বাজার, রেলস্টেশন এলাকা, সরকারী কলেজ পাড়ায়, সিনেমা হল পাড়ায় সিএন্ডবি পাড়াসহ বিভিন্ন স্থানে। আরও দুই দিন উচ্ছেদ অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে। হাতুড়ি ও স্কেভেটর মেশিন দিয়ে স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়।
উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগের খুলনা জোনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রায়, উপ-বিভাগীয় প্রকৌশলী অনুজ কুমার দে, পুলিশ, ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ বিভাগের সদস্যরা।
সান নিউজ/এসকে/ এনকে