সারাদেশ

সীমান্তে মাদক পাচারকারীর হামলায় আহত দুই

নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা : সাতক্ষীরা সদরের কুশখালী সীমান্তে ফসলি জমি নষ্ট করে ভারত থেকে রাতের আধারে মাদকদ্রব্য আনতে বাধা দেওয়ায় মাদক পাচারকারীর হামলায় দুইজন আহত হয়েছে। রোববার (২১ মার্চ) সকালে কুশখালী এলাকায় এ হামলার ঘটনা ঘটে। মাদক পাচারকারীদের হামলায় আহতরা হলেন, কুশখালী গ্রামের শফিকুল ইসলাম (৫২) ও শরিফুল ইসলাম (৩২)।

ঘটনার পর স্থানীয়দের সহায়তায় পরিবারের লোকজন তাদেরকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় শফিকুল ইসলামের ভাই জিয়াউর রহমান ৭ জনকে আসামি করে সোমবার (২২ মার্চ) সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করেছেন। মামলার আসামিরা হলেন, কুশখালী এলাকার শেহের আলীর ছেলে আঃ সামাদ (৩০), আইজুল ইসলাম (৩৫), শাহাদত হোসেন (৩২), একই এলাকার মৃত নুর আলী গাজীর ছেলে আজগর আলী (৫০), তার ছেলে আসাদুল ইসলাম (২৭), জাকির হোসেন (৩৫), রাজ্জাক আলীর ছেলে বাবলু ও জাকির।

ঘটনার বিবরণে হাসপাতালে চিকিৎসাধীন আহত শফিকুল ইসলাম জানান, কুশখালী এলাকার শেহের আলীর তিন ছেলে আঃ সামাদ (৩০), আইজুল ইসলাম (৩৫) ও শাহাদাত হোসেন প্রতিনিয়ত গভীর রাতে আামদের ধান ক্ষেতের উপর দিয়ে মাদক পাচার ও ভারতীয় বিভিন্ন অবৈধ মালামাল পাচার করে আসছে। এতে আমাদের ক্ষেতের ধান নষ্ট হওয়ায় আমরা প্রতিনিয়ত তাদেরকে ফসল নষ্ট করতে নিষেধ করি। তারই ধারাবাহিকতায় রোববার সকালে আমার ভাই এবং আমি ওই মাদক পাচারকারীদের পুনরায় নিষেধ করলে আঃ সামাদ, আইজুল ইসলাম, শাহাদাত হোসেন সহ তাদের সহযোগিরা আমাদের উপর অতর্কিত হামলা চালায়।

এ সময় তারা দেশিয় অস্ত্রসস্ত্র, লোহার রড দিয়ে আমাদেরকে প্রহার করে রক্তাক্ত জখম করে। পরবর্তীতে তাদের হামলায় আমরা দুই ভাই মাটিতে লুটিয়ে পড়লে তারা আমাদের গলা চেপে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। পরে স্থানীয়দের সহায়তায় আমাদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে কুশখালী গ্রামের মন্টু, চান্দু, কওসর আলী সহ একাধিক ব্যক্তিরা জানান, ‘আমাদের এলাকায় সামাদ বাহিনীর কারণে এলাকায় আমরা ঠিকমতো বসবাস করতে পারছি না। তারা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছে। তারা মদ, গাজা, ফেনসিডিল বাড়িতে রেখে বিক্রি করে আসছে দীর্ঘদিন ধরে। তাদের বিরুদ্ধে কেউ কিছু বললে খুন জখমের হুমকি দেয়।

এছাড়া মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকিও দেয়। ফলে তাদের বিরুদ্ধে এলাকায় কেউ মুখ খুলতে সাহস পায় না’। এ বিষয়ে কুশখালি ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শ্যামল জানান, ‘আমার কুশখালি ইউনিয়নের সামাদ গং ও তার সহযোগী আসাদুল ও আজগর আলীকে মাদক বিক্রেতা বলে এলাকার লোক জানে। এছাড়া তারা বিভিন্ন রকম অবৈধ ব্যবসার সাথে জড়িত। আমি এদের শাস্তি দাবি করছি’। এ মামলার তদন্তকারী কর্মকর্তা সাতক্ষীরা সদর থানার এস আই আহম্মদ জানান, ‘সোমবার (২২ মার্চ ) সকালে আহতের ভাই জিয়াউর রহমান একটি মামলা দায়েল করছে মামলা নং-৬৮’।


সান নিউজ/এমআই/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টিভিতে আজকের খেলা

প্রতিদিনের মতো আজ শনিবার (১২ এপ্রিল) বেশ কিছু খেলা প্রচারিত হবে টেলিভিশনের পর...

চারুকলায় আগুনে পুড়ল ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’

নববর্ষ শোভাযাত্রা উদযাপনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে বানানো দু...

মার্চ ফর গাজা: সোহরাওয়ার্দী উদ্যান কানায় কানায় পূর্ণ

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে...

বিশ্বের শীর্ষ ধনকুবের ৩০২৮ জন

বিশ্বের শীর্ষ ধনীদের তালিকা প্রকাশ করেছে ফোর্বস ম্যাগাজিন। এ তালিকায় এ বছর স্...

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারে সেলিম এর নগদ অর্থ, খাবার প্রদান

রংপুরের মিঠাপুকুর উপজেলার ৫নং বালার হাট ইউনিয়নের ক...

গাইবান্ধার ধর্ষণ মামলার আসামি বগুড়ায় গ্রেপ্তার

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় গৃহবধু ধর্ষণ মামলার...

হিমাগারে বিএডিসির আলুবীজের জায়গা মিলে নাই; বিপাকে কৃষক

কিশোরগঞ্জের হোসেনপুরে বিএডিসির আলুবীজ হিমাগারে জায়...

বাঙালির উৎসব বাংলা নববর্ষ

পহেলা বৈশাখ- বাংলা নববর্ষ। বাঙালির প্রাণের উৎসব। এ...

চিপসে রং ব্যবহার করায় ভ্রাম্যমাণ আদালতে লাখ টাকা জরিমানা

বিষাক্ত রাসায়নিক রং ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল চিপস তৈরির অভিযোগে স...

ঝড়ে ভালুকায় বিদ্যুৎ বিপর্যয়: ৮টি খুঁটি ভেঙে যান চলাচল অচল

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ভালুকা-মল্লিকবাড়ী সড়ক এলাকায় বাংলাদেশ বিদ্যুৎ উন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা