নিজস্ব প্রতিনিধি, খুলনা : খুলনায় নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান এর সাথে সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সোমবার (২২ মার্চ) সকালে খুলনা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় পুলিশ সুপার খুলনা জেলার বিভিন্ন আইনশৃঙ্খলা বিষয় নিয়ে কথা বলেন। তিনি বলেন, খুলনা জেলায় নির্বাচনি এলাকায় যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে এবং দাগী ও চিহ্নিত সন্ত্রাসীদের আটক ও অস্ত্র উদ্ধারের ব্যাপারে অভিযান পরিচালনা করা হবে। মাদক এর বিষয়ে জিরো টলারেন্স। মাদক ব্যবসায়িদের কোনো প্রকার ছাড় দেয়া হবে না এবং খুলনা জেলার সব পুলিশের ডোপ টেস্ট করা হবে। পুলিশের সেবার মান আরো বুদ্ধি জন্য পর্যায়ক্রমে সকল থানায় সিসি ক্যামেরা স্থাপন করা হবে বলে জানান খুলনা জেলার নবাগত পুলিশ সুপার।
এসময় খূলনা প্রেসক্লাবের সভাপতি এসএম জাহিদ হোসেন ও সাধারণ সম্পাদক হাসান মোল্লা সহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
খুলনা জেলার নবাগত পুলিশ সুপার ১৮ মার্চ খুলনা জেলা পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। এর আগে তিনি মাদারীপুর জেলা পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি এমবিএ ডিগ্রী অর্জন করে ২৪ তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার পদে যোগদান করেন। তিনি সহকারী পুলিশ সুপার র্যাব-১২, সিরাজগঞ্জ, কোতয়ালী মডেল থানা, এসএমপি, সিলেট, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-১, আশুলিয়া এবং অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে নীলফামারি জেলায় দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশে ডিসি (ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্র্স) হিসেবে দায়িত্ব পালন করেন।
এছাড়াও তিনি বেশ কয়েকবার জাতিসংঘ শান্তি মিশনে সম্পন্ন করেন।
খুলনার নবাগত পুলিশ সুপার কুমিল্লা জেলার দেবিদ্বার থানায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মোহাম্মদ বশির উল্লাহ্ মোল্লা একজন ব্যবসায়ি এবং মাতা শাহানা আহমেদ শিক্ষিকা ছিলেন। তিনি ব্যক্তিজীবনে বিবাহিত এবং দুই কন্যা সন্তানের জনক। তার স্ত্রী মোসাঃ তাহমিনা আক্তার বর্তমানে যুগ্ম কর কমিশনার, কর অঞ্চল-৩, ঢাকায় কর্মরত আছেন। হাসান দেবিদ্বার রেয়াজউদ্দিন উচ্চ বিদ্যালয়, কুমিল্লা হতে বিজ্ঞান বিভাগে এসএসসি, নটরডেম কলেজ, ঢাকা হতে বিজ্ঞান বিভাগে এইচএসসি, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়, সাভার, ঢাকা হতে ইংরেজী বিষয়ে স্নাতক(সম্মান) সহ স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন।
সান নিউজ/কেএ/এনকে