নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার : মৌলভীবাজারের জুড়ীর ফুলতলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশি যুবক বাপ্পার লাশ তিনদিন পরও ফেরত না পাওয়ায় গ্রামবাসী বিক্ষুব্ধ হয়ে ওঠেছেন। নিহত বাপ্পার লাশ ফেরত দেয়ার দাবিতে বটুলী গ্রামবাসী ফুলতলা বিজিবি ক্যাম্পের সামনে বিক্ষোভ করেছে।
সোমবার (২২ মার্চ) সকালে গ্রামবাসী লাশ ফেরত চেয়ে বিক্ষোভ মিছিল করে। বাপ্পা মিয়া (৩৮) ফুলতলা ইউনিয়নের বটুলী গ্রামের আবদুর রউফের ছেলে।
জুড়ী থানার ওসি সঞ্জয় চক্রবর্তী গ্রামবাসী বিক্ষোভের বিষয়টি নিশ্চিত করে সান নিউজকে জানান, বাপ্পার মরদেহ দেশে ফেরত আনতে গ্রামবাসী বিজিবির কাছে দাবি জানিয়েছেন। যেহেতু এটা দুই দেশের ব্যাপার তাই আইনি পদক্ষেপের মাধ্যমে লাশ ফেরত আনতে হবে।
উল্লেখ্য, গত শনিবার ভোর ৪টার দিকে ফুলতলা ইউনিয়নের পূর্ব বটুলী এলাকায় সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশে বাংলাদেশ অভ্যন্তরে বাপ্পার মরদেহ পাওয়া যায়। পরে বিএসএফ তা ভারতে নিয়ে যায়।
সান নিউজ/এসকেডি/ এনকে