নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারী সরকারি কলেজের সুবর্ণজয়ন্তী পালন উপলক্ষে কলেজ প্রাঙ্গণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২১ মার্চ ) বিকেলে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজরুল ইসলামের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
জানা যায়, কলেজের ৫০বছর পূর্তিতে কলেজ কর্তৃপক্ষ এবং কলেজের প্রাক্তন কিছু শিক্ষার্থীদের যৌথ উদ্যোগে এই সুবর্ণ জয়ন্তী উৎসব কলেজে ঘটা করে পালনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সভায় উপস্থিত অধিকাংশ বক্তারা এই স্বল্প সময়ে এত বড় আয়োজন করা সম্ভব হবে না বলে মত প্রকাশ করেন। স্বল্প সময়ের আয়োজনে দেশের বিভিন্ন স্থানে কর্মরত ওই কলেজ থেকে কৃতকার্য প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিতে সংশয় ব্যক্ত করা হয়। তারপরও উপস্থিত অধিকাংশের মতামতকে উপেক্ষা করে শুধুমাত্র অর্থ যোগানদাতা যুগ্ম আহ্বায়ককে সন্তুষ্ট করার স্বার্থে তড়িঘড়ি করে স্বল্প সময়ের প্রস্তুতিতে একটি বড় ধরনের অনুষ্ঠান করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রাকৃতিক দুর্যোগ এবং করোনা প্রকোপের যৌক্তিক দাবিও উপেক্ষা করা হয়।
এই স্বল্প সময়ে এত বড় আয়োজন সম্ভব কি-না জানতে চাইলে বোয়ালমারী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজরুল ইসলাম বলেন, 'সামনে বর্ষা মৌসুম। বৃষ্টি বাদলের কথা মাথায় রেখে এই সময় নির্ধারণ করা হয়েছে। '
ওই কলেজের সাবেক ভিপি শামসুদ্দিন মিয়া ঝুনু বলেন, 'এত অল্প সময়ে এত বড় আয়োজন করলে অংশগ্রহণমূলক হবে না। তাই ঈদের পরে করলেই ভালো হতো।' এ ব্যাপারে বোয়ালমারী সরকারি কলেজের সাবেক এজিএস মো. কামরুল সিকদার বলেন, 'মতবিনিময় সভায় যারা মত ব্যক্ত করেছেন তাদের মতামতকে গুরুত্ব না দিয়ে আগে থেকে নেয়া সিদ্ধান্ত বাস্তবায়ন করলে মতবিনিময় সভার কি দরকার ছিল?'
সভায় কলেজের সাবেক ভিপি ও বোয়ালমারী উপজেলা চেয়ারম্যান এম, এম, মোশাররফ হোসেন (মুশা)কে উদযাপন কমিটির আহ্বায়ক এবং কলেজের সাবেক জিএস ও পল্লী প্রগতি সহায়ক সমিতির (পিপিএসএস) নির্বাহী পরিচালক খান ওলিয়ার রহমানকে যুগ্ম আহ্বায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।
সভায় আগামী ১০ এপ্রিল সুবর্ণ জয়ন্তীর মূল অনুষ্ঠান এবং একটি স্মারক ম্যাগাজিন প্রকাশের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
সান নিউজ/কেএস/এনকে