সারাদেশ

লংগদুকে ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর

এম.কামাল উদ্দিন, রাঙামাটি : রাঙামাটির লংগদু উপজেলার প্রত্যন্ত দুর্গম করল্যাছড়ি বাজার সংলগ্ন সাঁকোর উপর ব্রিজ নির্মাণের দাবি স্থানীয়দের। তারা জানান, এক দিকে সরু একটি সেতু অপর দিকে রয়েছে একটি বাঁশের সাঁকো। যদিও সরু সেতুটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। স্থানীয়দের দাবি বাঁশের সাঁকোর উপর একটি ব্রিজ নির্মাণ করা হলে তিন গ্রামের মানুষ যোগাযোগ ব্যবস্থা ভালো হবে।

স্থানীয়রা জানান, বাজারের পাশে যে বাঁশের সাঁকোটি রয়েছে সে সাঁকো অত্যন্ত বিপদ জনক। বর্ষাকালে নিদারুন কষ্ট হয় পথচারিদের। বাজারে আসা লোকজন তাদের মালামাল নিয়ে পারাপার হতে অনেক কষ্ট পোহাতে হচ্ছে। আবার অনেকে সাঁকোটি পারাপারের সময় পড়ে গিয়ে পঙ্গুত্ব বরণ করছে। সাঁকো পাড় হতে গিয়ে মারা যায় এক শিশু। তাই সাঁকোর উপর ব্রীজ নির্মাণ করা এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। এই ব্রীজটি নির্মাণ করা হলে করল্যাছড়ি বাজারের ব্যবসা-বাণিজ্যের আরো উন্নতি হবে এবং লোকজন সহজে মালামাল নিয়ে বাজারে আসতে পারবে।

স্থানীয় ব্যবসায়ি আবু সালাম জানান, অবহেলিত একটি জনপথ করল্যাছড়ি ইউনিয়ন। এই ইউনিয়নে সবসময় সম্প্রদায়িক সম্প্রতি বজায় রয়েছে। আমরা যারা পাহাড়ি বাঙালি এখানে বসবাস করছি সবাই সম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে চলাফেরা করছি। কেউ কারও বিরোধীতা করছে না। পাহাড়ি বাঙালি সকলের একটাই দাবি বাজারের পাশে সাঁকোটির উপর একটি ব্রীজ নির্মাণ করা হউক। ব্রীজটি হলে ৩-৪ গ্রামের লোকজন সহজেই বাজারে যাতায়াত করতে পারবে। এতে করে ওই সব এলাকার উন্নয়ন ও উন্নতি হবে। বাজারে পায়ে হেটে আসা পাহাড়ি বাঙালিদের দূরাবস্থার লাঘব হবে।

আলুটিলাবাসী বলেন, করল্যাছড়ি বাজার সংলগ্ন যে সাঁকোটি রয়েছে সেটির উপর একটি ব্রীজ নির্মাণ করার জন্য স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে সরকারের কাছে বারবার দাবি জানিয়ে আসছি। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, কেউ আমাদের কথা রাখছে না। দলীয় অনেক লোকজন সরেজমিনে এসে দেখে গেছে বাঁশের সাঁকোটি। অনেকে প্রতিশ্রুতি দিয়ে তা এখন পর্যন্ত রক্ষা করতে পারেনি। এছাড়াও রাস্তা ঘাটের বেহালদশা। যা সকলেই দেখে ও জানে।

করল্যাছড়ি ইউনিয়ন চেয়ারম্যান মঙ্গল কান্তি চাকমা বলেন, করল্যাছড়ি ইউনিয়ন আয়তনে অনেক বড় এবং লোক সংখ্যা পাহাড়ি বাঙালি মিলে প্রায় ১৫হাজার। এলাকার মানুষ বেশীর ভাগই কৃষির উপর নির্ভরশীল। সমতলের ন্যায় বিস্তৃত্ব এই এলাকাটি।

কিন্তু যোগাযোগ ব্যবস্থার দিক দিয়ে তেমন উন্নত হয়নি করল্যাছড়ি ইউনিয়ন। তবে প্রচুর সম্ভাবনাময় উন্নয়ন ও উন্নতি করার মত অনেক কিছু রয়েছে। প্রয়োজন শুধু উন্নত যোগাযোগ ব্যবস্থা। এই ইউনিয়নে মান্দাতা আমলের চিকন চিকন ৪-৫টি সরু ব্রীজ রয়েছে, যা বর্তমানে চলাচলে অনুপযোগি হয়ে পড়েছে। এছাড়াও লংগদু সদর উপজেলার সাথে করল্যাছড়ির যোগাযোগের রাস্তা ঘাট তেমন নেই বললেই চলে। তাই করল্যাছড়ি বাজার সংলগ্ন বাঁশের সাঁকোটির উপর একটি ব্রীজ নির্মাণ সময়ের দাবি হয়ে পড়েছে। এব্রীজটি নির্মাণে বহুবার উপজেলা মাসিক মিটিং এ বলা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ওয়াদা দেওয়ার পরও ব্রীজ নির্মাণে আলোর মূখ দেখা যাচ্ছে না। তাই আবারও এলাকাবাসীর দাবি যথাযথ কর্তৃপক্ষ তাদের এই যোগাযোগের একমাত্র সাঁকোটির ওপর ব্রীজ নির্মাণ করে ৪-৫টি গ্রামের মানুষের যাতায়াতের পথকে সুগম করার ব্যবস্থা করবে।

সান নিউজ/কেইউ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজায় গণহত্যার প্রতিবাদ কর্মসূচিতে সংহতি জানালো মুক্তিজোট

গাজায় গণহত্যার প্রতিবাদে সোমবার (৭ এপ্রিল) বিশ্বব্যাপী হরতাল পালনের আহ্বান জ...

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে হরতাল অবরোধ

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান ধ্বংসযজ্ঞ...

ব্রাহ্মণবাড়িয়ায় মিষ্টি কুমড়ার বাম্পার ফলনে কৃষকরা খুশি

ব্রাহ্মণবাড়িয়ায় মিষ্টি কুমড়ার বাম্পার ফলন হয়েছে। এসব মিষ্টি কুমড়া যাচ্ছে দেশে...

টিভিতে আজকের খেলা

প্রতিদিনের মতো আজ সোমবার (৭ এপ্রিল) বেশ কিছু খেলা প্রচারিত হবে টেলিভিশনের পর্...

গাজায় হামলার প্রতিবাদে বাংলাদেশে শিক্ষাপ্রতিষ্ঠানও উত্তাল

গাজায় চলমান ধ্বংসযজ্ঞ ও প্রাণহানির প্রতিবাদে বৈশ্বিক ধর্মঘটের ডাক দিয়েছে যুক্...

ইসরায়েল নিশ্চিহ্নে হামাস ইরানের কাছে ৫০০ মিলিয়ন ডলার চেয়েছিল!

ইরান ও হামাস নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন ইসরায়েলে...

ঈদে কে কোন আসনে সক্রিয় ছিলেন এনসিপি নেতারা

পবিত্র ঈদুল ফিতরে অন্তত ৪০টি নির্বাচনী আসনে জনসংযো...

খুলনায় বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

‘জন্ম হোক সুরক্ষিত, ভবিষ্যৎ হোক আলোকিত&rsquo...

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে হরতাল অবরোধ

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান ধ্বংসযজ্ঞ...

গৃহবধূকে ধর্ষণচেষ্টা; ওসি-এসআইসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

সুনির্দিষ্ট কোন মামলা ছাড়াই এক গৃহবধূকে (২৫) আটক করে ধর্ষণচেষ্টা ও চাঁদাবাজির...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা