নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ : গ্রিন ড্রিম বাংলাদেশের আয়োজনে সেরা মৌসুমি বাগানী প্রতিযোগিতায় বাংলাদেশের মধ্যে প্রথম স্থান অধিকার করলেন সিরাজগঞ্জের মেয়ে ফারজানা হক কলি। ফারজানা হক কলি সিরাজগঞ্জ পৌর শহরের চররায়পুর গ্রামের এডভোকেট কায়সার আহম্মেদের স্ত্রী এবং মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারি শিক্ষক।
রোববার (২১ মার্চ ) সকাল ১১ টার দিকে রাজশাহী গভঃ ল্যাবরেটরী হাই স্কুলে দিনব্যাপী উদ্ভিদ প্রেমী গ্রিন ড্রিম বাংলাদেশের মিলনমেলায় ফারজানা হককে সম্মাননা স্মারক তুলেদেন রাজশাহী সামাজিক বন বিভাগের সহকারি বন সংরক্ষক মোঃ মেহেদীজামান।
এসময় উপস্থিত ছিলেন রাজশাহীর জেলা শিক্ষা অফিসার মোহাম্মাদ নাসির উদ্দীন। রাজশাহী গভঃ ল্যাবরেটরি হাই স্কুলের প্রধান শিক্ষক নাজনীন আহমেদ, রাজশাহী ৫নং হড়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ। গ্রিন ড্রিম বাংলাদেশের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম ও সদস্য আমিনুল করিম।
সান নিউজ/আরকে/ এনকে