রেজাউল করিম, সিরাজগঞ্জ: জেলার বেলকুচি উপজেলার দ্বারিয়াপুর গ্রামে মানসিক নির্যাতনের শিকার এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ওই গৃহবধূ উপজেলার দ্বারিয়াপুর গ্রামের আব্দুল হামিদুল মন্ডলের (৩২) স্ত্রী মীম খাতুন (২০)।
গৃহবধূর পরিবার সূত্রে জানা গেছে, প্রায় ১৬ মাস আগে দ্বারিয়াপুর গ্রামের মোতাহার মন্ডলের ছেলে মালোয়শিয়া প্রবাসী হামিদুল মন্ডলের সাথে মেঘুল্লা গ্রামের নুরুল ইসলামের মেয়ে মীম খাতুনের বিয়ে হয়। বিয়ের কিছু দিন পরে হামিদুল স্ত্রীকে রেখে মালয়েশিয়া চলে যায়। কিছু দিন যেতে না যেতেই হামিদুলের পরিবারের লোকজন মীম খাতুনের উপর মানসিক নির্যাতন করতে থাকে। মীম খাতুন প্রবাসী স্বামী হামিদুলকে জানালে সে বিষয়টা আমলে না নিয়ে উল্টো তার স্ত্রী মীম খাতুনকে গালিগালাজ করতো। পরে মীম খাতুন পাশের গ্রাম বয়ড়াবাড়ি নানার বাড়ি অবস্থান করে। সেখানে ৫ দিন অবস্থান করার পরে মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে বৃহস্পতিবার রাতে নানার বাড়িতে ঘরের ভিতরে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন মীম খাতুন।
পরিবারের দাবি মানসিক নির্যাতনের কারণেই মীম খাতুন আত্মহত্যা করেছেন।
এ বিষয়ে বেলকুচি থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা প্রতিবেদক বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে মীম খাতুনের লাশ উদ্ধার করি। এর পর লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সান নিউজ/কেটি