নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় পাঁচ শতাধিক দৌড়বিদদের অংশগ্রহণে হাফ ম্যারাথন শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৮ মার্চ) সকাল ছয়টায় উপজেলা পরিষদ মাঠ চত্বরে ম্যারাথনের উদ্বোধন করেন আখাউড়া পৌরসভার মেয়র মোঃ তাকজিল খলিফা কাজল।
এ সময় আখাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাসেম ভূইয়া, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ নূর-এ আলম, কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের সহকারি অধ্যাপক মো. মশিউর রহমান প্রমুখ উপস্থিত। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে কুমিল্লাস্থ আখাউড়া ছাত্র কল্যাণ পরিষদ এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এতে দুইটি গ্রুপ ২১ ও ১০ কিলোমিটার ম্যারাথনে অংশ নেন। দেশের বিভিন্ন জেলা থেকে ২০ বছর বয়সি যুবক থেকে শুরু করে ৬১ বছর বয়সিরাও অংশ নেন। ম্যারাথনকে কেন্দ্র করে আখাউড়ায় উৎসবের আমেজ বিরাজ করে।
সান নিউজ/এনআই/এনকে