নিজস্ব প্রতিনিধি, গাইবান্ধা : সারা দেশের মতো গাইবান্ধাতেও ই-ট্রাফিক প্রসিকিউশন ও ফাইন পেমেন্ট সিস্টেম পদ্ধতির উদ্বোধন করা হয়। বুধবার (১৭ মার্চ) দুপুরে রংপুর রেঞ্জের পুলিশের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য শহরের পুরাতন জেলখানা মোড়ে ট্রাফিক বক্সের পাশে এ সিস্টেমের উদ্বোধন করেন। এসময় তাৎক্ষণিকভাবে সাইফুল নামের এক মোটরসাইকেল আরোহীকে হেলমেট না থাকায় ১৯'শ টাকা জরিমানা করা হয়। পরে মোবাইল ফিন্যান্স সার্ভিস এ্যাপ 'উপায়' এর মাধ্যমে জরিমানার টাকা পরিশোধ করা হয়।
দেবদাস ভট্টাচার্য্য বলেন, গাড়িচালকদের কথা ভেবে ও তাদের হয়রানি দূর করতে এ সিস্টেম চালু করা হলো। এটি পর্যায়ক্রমে বৃহত্তর রংপুরের আট জেলায় চালু করা হবে বলেও তিনি জানান।
'উপায়' অ্যাপ ব্যবহার করে চালকরা নিজেরাই জরিমানার টাকা পরিশোধ করতে পারবেন অথবা 'উপায়' এজেন্টের দোকানে গিয়ে জরিমানার টাকা পরিশোধ করতে পারবেন। এতে গাড়ির কাগজ উঠাতেও সময় লাগবে না। এছাড়াও, মোটরযান থেকে আদায়কৃত জরিমানা কোথায়, কিভাবে জমা হয়- এ নিয়ে জনমনে বিভ্রান্তিও দুর হবে বলে উল্লেখ করেন তিনি।
এই সিস্টেমে ট্রাফিক পুলিশ কোনো যানবাহন ও চালকের বিরুদ্ধে মামলা দিলে মামলার ধরণ অনুযায়ী জরিমানার পরিমাণও অ্যাপ থেকে প্রিন্ট হয়ে আসবে। এ ক্ষেত্রে ট্রাফিক পুলিশ ব্যবহার করবেন একটি ই-ট্রাফিক প্রসিকিউশন ও ফাইন পেমেন্ট সিস্টেম। এতে চালকদের ভোগান্তি অনেকটাই কমবে বলে মনে করেন গাড়িচালকরা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্রাচার্য। জেলা পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল ইসলাম এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এর এভিপি মো. জাহিদ হাসান, আইটি কনসালটেন্ট আবু রায়হান, জেলা মালিক সমিতি শ্রমিক ইউনিয়নের সভাপতি, সেক্রেটারিসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সান নিউজ/এমএল/এনকে