নিজস্ব প্রতিনিধি, নরসিংদী : “বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুর জীবন করো রঙ্গিন” এই শ্লোগানকে ধারণ করে নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস। দিবসটি উপলক্ষ্যে নরসিংদী জেলা প্রশাসনের পক্ষ থেকে জয়বাংলা চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ ফারহানা কাউনাইন।
পরে পুলিশ বিভাগের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এনামুল হক সাগর, মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে জেলা প্রশাসক ও সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব পাঠান। পরে একে একে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, স্বাস্থ্য বিভাগ, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী সংগঠন ও স্কুল কলেজের প্রতিনিধিগণ।
পরে দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার উপ-পরিচালক ভূইয়া মোহাম্মদ রেজাউর রহমান ছিদ্দিকির সভাপতিত্বে জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন ভূইয়া, অতিরিক্ত পুলিশ সুপার এনামুল হক সাগর, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব পাঠান, নরসিংদী সরকারী কলেজের সাবেক কমান্ডার অধ্যাপক মোহাম্মদ আলী ও নরসিংদী জেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি ড. মশিউর রহমান মৃধাসহ বিভিন্ন দপ্তর প্রধানগণ।
সান নিউজ/এসআর/এনকে