নিজস্ব প্রতিনিধি, গাইবান্ধা : গাইবান্ধায় টিউবওয়েলের পানি পান করে দুই পরিবারের গর্ভবতী নারী ও শিশুসহ ১৪ জন অসুস্থ হয়ে পড়েছেন। মঙ্গলবার রাতে সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের রতবাজার নামক স্থানে এ ঘটনা ঘটে। গত তিনদিন আগেও একই গ্রামে টিউবওয়েলের চেতনানাশকযুক্ত পানি পান করে এক পরিবারের ৩ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
কিন্তু কি কারণে টিউবওয়েল এর পানিতে চেতনানাশক ব্যবহার করছে দুর্বৃত্তরা তা স্পষ্ট করে জানাতে পারেনি স্থানীয়রা। তবে স্থানীয়দের অভিযোগ, চুরির উদ্দেশ্যেই এমন কাজ করছে চোরের দল। তারা আরও জানান, এই এলাকায় কয়েক দিনের ব্যবধানে বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনার নেপথ্যে জেলার অজ্ঞান পার্টির হাত রয়েছে বলে দাবি ভুক্তভোগীদের। পরপর এ ধরনের ঘটনা ঘটায় আতঙ্কিত জেলার সাধারণ মানুষ।
মঙ্গলবার রাতে খাবার খাওয়ার পর থেকেই রতবাজার গ্রামের ব্রিটিশ চন্দ্র দাসের পরিবারে ৬ জন এবং পার্শ্ববর্তী ফুল মিয়া হাজ্বীর বাড়িতে ৮ জন অচেতন হয়ে পরে। এসময় গুরুতর অসুস্থ হয়ে পরে দুই গর্ভবতী নারী ও শিশু। ভুক্তভোগীরা জানান, টিউবওয়েল এর পানি পান করার পর থেকে তারা অসুস্থতা বোধ করতে থাকে এবং সময় বাড়ার সাথে সাথে তাদের মাথা ব্যথা ও পরে বমি হয়। এরপর একে একে অজ্ঞান হয়ে যায়। অসুস্থ হওয়ার খবর শুনে স্থানীয় জনপ্রতিনিধি মিন্টু মেম্বার ডাক্তার ডেকে এনে প্রত্যেকের বাসায় প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।
সদর উপজেলার খোলাহাটি ইউনিয়ন পরিষদ সদস্য মিন্টু মিয়া জানান, এ ধরনের ঘটনা এর আগেও কয়েক গ্রামে ঘটেছে। প্রশাসন এই অজ্ঞান পার্টির সঠিক তথ্য সংগ্রহ করতে পারলে এবং এ ধরনের ঘটনার বিরুদ্ধে ব্যবস্থা নিলে অজ্ঞান পার্টির তৎপরতা অনেকটা কমে যেতো। বর্তমানে এই অজ্ঞান পার্টির ভয়ে অনেকেই টিউবওয়েল এর পানি পান করা বন্ধ করে দিয়েছেন এবং আতঙ্কে দিন কাটাচ্ছেন।
সান নিউজ/এমএল/এনকে