নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি : জাতির জনক স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভার্স্কযে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে রাঙামাটির বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান।
বুধবার (১৭ মার্চ ) সকাল ৮ টায় রাঙামাটি সদর উপজেলা পরিষদ সংলগ্ন বঙ্গবন্ধুর ভার্স্কযে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। জেলা প্রশাসক মিজানুর রহমান সর্বপ্রথম বঙ্গবন্ধুর ভাস্কর্যে ফুল দেন। পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেনসহ অন্যান্যরা বঙ্গবন্ধু ভাস্কর্যে ফুল দেন।
এছাড়াও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ,(সুশীল প্রসাদ চাকমা ও নন্দন বেদ নাথ এর নেতৃত্বে) রাঙামাটি প্রেসক্লাব, রাঙামাটি জেলা স্বাস্থ্য বিভাগ, কৃষি সম্প্রসারণ অধিদফতর, বন বিভাগ, এলজিইডি, রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়, রাঙামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, জেলা মাদকদ্রব্য অধিদফতর, জেলা আনসার, রাঙামাটি পৌরসভা,গণপুর্ত বিভাগ, বাংলাদেশ মহিলা সংস্থা, জেলা ফায়ার সার্ভিস, বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন, জেলা প্রাণী সম্পদ কার্যালয়, জেলা প্রতিবন্ধী সেবা ও সহায়তা কেন্দ্রসহ সরকারি বেসরকারি নানান প্রতিষ্ঠানের পক্ষ থেকে বঙ্গবন্ধুর ভাস্কর্যে ফুল দেওয়া হয়।
দিবসটি উপলক্ষে দিনব্যাপী আয়োজন করা হয়েছে শিশুদের চিত্রাংকন প্রতিযোগীতা, পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
সান নিউজ/কামাল/এসএ