নিজস্ব প্রতিনিধি, কিশোরগঞ্জ : সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি ,স্বাধীনতার মহান স্থপতি ,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস । বঙ্গবন্ধুর অসামান্য গৌরবময় কর্ম ও রাজনৈতিক জীবনের ইতিহাস থেকে প্রতিটি শিশুর মাঝে চারিত্রিক দৃঢ়তার ভিত্তি গড়ে উঠবে এই প্রত্যাশায় দিবসটি যথাযোগ্য মর্যাদায় কিশোরগঞ্জে উদযাপন করা হয়েছে ।
বুধবার (১৭ মার্চ) দিবসটি উদযাপনের লক্ষ্যে জাতীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে কিশোরগঞ্জ জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি পালন করে । প্রতুষ্যে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে জাতির পিতার জন্ম শতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় ।
সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন সকাল ৭ টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডসহ বিভিন্ন সামাজিক , সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা জানানোর পর বঙ্গবন্ধুসহ সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয় করা হয় ।
সান নিউজ/সোহেল/এসএ