নিজস্ব প্রতিনিধি, নাটোর : নাটোরে রাষ্ট্রীয়করণ বাতিল, বন্ধকৃত রাষ্ট্রায়ত্ব পাটকল ও চিনিকল খুলে দেওয়া ও উন্নত প্রযুক্তি দ্বারা আধুনিকায়ন ও বহুমুখীকরণের দাবিতে নাটোরে অবস্থান কর্মসুচি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ মার্চ) বেলা ১১টার দিকে নাটোর প্রেসক্লাবের সামনে পাট, সুতা ও বস্ত্রকল সংগ্রাম পরিষদ এবং বাংলাদেশ আখচাষি ও চিনিকল সংগ্রাম পরিষদের ব্যানারে এই কর্মসুচি পালন করা হয়।
ঘন্টাখানেক অবস্থানকালে বক্তব্য দেন, নাটোর চিনিকল শ্রমিক ফেডারেশনের সভাপতি মিজানুর রহমান মিজান, নাটোর চিনিকলে আখচাষি প্রতিনিধি জাফরুল ইসলাম বুলবুল ও আব্দুল করিম, উত্তরবঙ্গ আখচাষি প্রতিনিধি মশিউর রহমানসহ নেতৃবৃন্দ।
এতে বক্তারা উল্লেখ করেন, রাষ্ট্রায়ত্ব পাটকল, চিনিকল, সুতা ও বস্ত্রকলগুলো একের পর এক বন্ধ ঘোষণা করে এসব শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকদের ও আখচাষিদের ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হচ্ছে।
তারা রাষ্ট্রীয়করণ বাতিল, বন্ধকৃত রাষ্ট্রায়ত্ব পাটকল ও চিনিকল খুলে দেওয়া ও উন্নত প্রযুক্তি দ্বারা আধুনিকায়ন ও বহুমুখীকরণের দাবি জানান। এসব দাবি দ্রুত মেনে না নিলে তারা বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়ার কথা জানান।
সান নিউজ/এসএস/এনকে