নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার : করোনাভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধির কারণে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার লক্ষ্যে ও শহরকে পরিচ্ছন্ন রাখতে মৌলভীবাজার জেলা প্রশাসক ও পৌরসভার উদ্যোগে সচেতনতামূলক র্যালি করা হয়েছে। তার সাথে শহরের বিভিন্ন স্থানে জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাস্ক বিতরণ করা হয়।
মঙ্গলবার (১৬ মার্চ) সকাল ১১টায় পৌরসভা থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার পৌরসভায় এসে শেষ হয়।
সচেতনতামূলক কার্যক্রমে মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, মেয়র ফজলুর রহমান, পৌরসভার কাউন্সিলর, মহিলা কাউন্সিলর ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দরা উপস্থিত ছিলেন।
সান নিউজ/এসকেডি/এনকে