নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : বই মনের শক্তি শান্তি। বই মানুষকে সুস্থ করে তোলে মনের সুস্থতা দিয়ে।বই জ্ঞানের বাতি ঘর। আর বই পড়তে তো চাই মানুষ নিরব শান্ত পরিবেশে।ঠিক তেমনি জায়গা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা সরকারি গণগ্রন্থাগার। গণগ্রন্থাগারে রয়েছে মুক্তিযোদ্ধের ইতিহাস, বাংলাদেশ ও বহির্বিশ্বের বিভিন্ন লেখকের কবিতা, গল্প, ছড়া, উপন্যাস, ধর্মীয় বই।
গণগ্রন্থাগারে বই পড়তে আসে নানা বয়সী বিভিন্ন পেশার মানুষ, ছাত্র-ছাত্রী, চাকরিজীবী, শিশু। শিশুদের নিয়ে আসেন তাদের অভিভাবক। সম্প্রতি বিশ্বেজুড়ে করোনাভাইরাসের কারণে ১০ মাস বন্ধ ছিল এই গণগ্রন্থাগার। এতে করে একদিকে ছিল পাঠক শূণ্যতা অন্য দিকে ছিল মনের স্তবতা। ব্রাহ্মণবাড়িয়া শহরের প্রাণ কেন্দ্র কুমারশীল মোড় সংলগ্ন এই গণগ্রন্থাগারে করোনাভাইরাসের পূর্ব কালে প্রতিদিন ১০০ হতে ১৫০ জন পাঠক চেয়ারে বসে জ্ঞান অন্বেষণ করত। আর এখন স্বাস্থ্যবিধি মেনে গণগ্রন্থাগার খোলা হলে প্রতিদিন ৫০ জন আসে বই পড়তে।
জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান সাইফুল ইসলাম লিমন বলেন, করোনা মহামারীর কারণে সরকারি নির্দেশে দীর্ঘদিন বন্ধ ছিল পাঠাগার। অবশেষে ফেব্রুয়ারি মাসে প্রথম সাপ্তাহে সরকারি নির্দেশে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে খোলা হয়েছে পাঠকদের জন্য গণগ্রন্থাগার। এখন স্কুল কলেজ বন্ধ তাই পাঠকদের উপস্থিতি কম।
সান নিউজ/এনআই/কেটি