চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামে আবারও নতুন করে করোনা আক্রান্ত বাড়ছে উল্লেখযোগ্য হারে। ফলে করোনা সংক্রমণ থেকে সুরক্ষায় স্বাস্থ্যবিধি মানাতে বাধ্য করতে আবারও মাঠে নেমেছে চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৫ মার্চ) সকাল সাড়ে ১১টায় চট্টগ্রাম মহানগরীর নিউমার্কেট মোড় এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুকের নেতৃত্বে এই অভিযান শুরু হয়। এসময় তিনি স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করতে সাধারণ মানুষকে সচেতন করেন ও সার্বক্ষনিক চলাফেরায় মাস্ক পড়তে নির্দেশ দেন।
এ বিষয়ে চট্টগ্রাম জেলা প্রশাসক মো. মমিনুর রহমান বলেন, কোভিড ১৯ এর টিকা দেয়ার কার্যক্রম শুরু হওয়ার পর থেকে মানুষের টিকা নেয়ার আগ্রহ অনেক বেড়েছে। কিন্তু এর সাথে সাথে মানুষের স্বাস্থ্যবিধি না মানার প্রবণতাও বেড়েছে বহুগুণ। তারা যে গ্রামের মানুষ, এমন নয়। শহুরে মানুষরাও নিয়ম নীতির তোয়াক্কা না করে যত্রতত্র মাস্কবিহীন ঘুরছে। এ কারনে করোনার প্রকোপ আবার উল্লেখযোগ্য হারে বেড়েছে।
মো. মমিনুর রহমান বলেন, আইন শৃঙ্খলাবাহিনী স্বাস্থ্যবিধি ভঙ্গ করে অনুষ্ঠিত জন সমাগমের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। বিয়ের ক্লাবসহ সমাগম হয় এমন ১১৩টি প্রতিষ্ঠানকে এ বিষয়ে চিঠি দেয়া হচ্ছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৬টি মোবাইল কোর্ট টিম অভিযানে নেমেছে। এই মোবাইল কোর্ট আগামী ৭ দিন পর্যন্ত চলবে। আগামীকাল মঙ্গলবার থেকে বিএনসিসি, রোভার স্কাউট ও জেলা তথ্য অফিস বিভিন্ন ধরনের সচেতনতামূলক অনুষ্ঠান ও প্রচার প্রচারণা করবে।
সান নিউজ/আইকে