নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর: ফরিদপুরে জেলা সদর থেকে ভাঙ্গায় ফৌজদারি ও দেওয়ানির পাঁচটি আদালত স্থানান্তর প্রক্রিয়ার প্রতিবাদে পঞ্চম দিনের মতো চলছে নানা কর্মসূচি।
গত বৃহস্পতিবার থেকে অনির্দিষ্ট কালের জন্য আইনজীবীরা কোর্ট বর্জন কর্মসূচি পালন করছেন।
সোমবার (১৫ মার্চ) বেলা সাড়ে ১১টায় আদালত স্থানান্তরের প্রতিবাদে আইনজীবীরা বিক্ষোভ মিছিল সমাবেশ করে। এসময় তারা বলেন, দুইশ বছরের ঐতিহ্য ফরিদপুরের আদালতকে কোন ভাবে একটি উপজেলাতে নিতে দেওয়া হবে না। প্রয়োজনে আরো কঠোর আন্দোলন করা হবে।
কর্মসূচি চলাকালে উপস্থিত ছিলেন, অ্যাড. সুবল চন্দ্র সাহা, অ্যাড. মোদারেরছ আলী ইছা, অ্যাড. জসীমউদ্দিন মৃধা, হাবিবুর রহমান হাবিব, নারায়ন চন্দ্র সাহা, অনিমেষ রায় প্রমুখ।
উল্লেখ্য, সম্প্রতি ফরিদপুর জেলা সদর থেকে পাঁচটি থানার দেওয়ানী ও ফৌজদারি আদালত ভাঙ্গায় স্থানান্তরের উদ্যোগ নেওয়ার বিষয়টি জানাজানি হয়। এর পর থেকেই ধারাবাহিক আন্দোলনে নামে আইনজীবী সমিতি ও সাধারন জনতা। একই কর্মসূচি পালন করছে নগরকান্দা ও সালথার আইনজীবী ও সাধারণ জনগণ।
গত ৪ মার্চ ফরিদপুরের জেলা ও দায়রা জজ এ সংক্রান্ত (কোর্ট স্থানান্তরের) ইতিবাচক মতামত দিয়ে আইন মন্ত্রণালয়ে পাঠান।
ফরিদপুর জেলা সদর থেকে দেওয়ানী ও ফৌজদারি আদালত স্থানান্তরের থানাগুলো হলো- ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন, সালথা ও নগকান্দা।
সান নিউজ/বি/কেটি