নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার : মৌলভীবাজারে সড়ক ও জনপথ বিভাগের সাধারণ ঠিকাদারদেরকে টেন্ডার প্রক্রিয়ার অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়ার দাবিতে সড়ক ও জনপথ এর সাধারণ ঠিকাদাররা মানববন্ধন করেছে।
রোববার (১৪ মার্চ) দুপুরে মৌলভীবাজার সড়ক ও জনপথ কন্ট্রাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশনের আয়োজনে সড়ক ও জনপথ কার্যালয়ের সম্মুখে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন মৌলভীবাজারে সড়ক ও জনপথ কন্ট্রাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: আকবর আলী, সাধারণ সম্পাদক সৈয়দ ওমর ফারুক মনি, কন্ট্রাক্টর মো: খায়রুজ্জামান শ্যামল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কন্ট্রাক্টর মোজাম্মেল হক রাব্বী প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন কন্ট্রাক্টর ফাহিম চৌধুরী, তাজুল ইসলাম, মমিন রাজা, জুয়েল আহমদ, মতিউর রহমান মতি, শ্রীমান বাবুসহ মৌলভীবাজারে সড়ক ও জনপথ কন্ট্রাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশনের সকল সদস্যরা।
এসময় বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অতিদ্রুত বাস্তবায়ন করতে আমরা আজ রাস্তায় নামতে বাধ্য হয়েছি। সওজ এর সাধারণ ঠিকাদারদের টেন্ডার প্রক্রিয়ায় অংশগ্রহণ করার সুযোগ করে দিতে হবে। সওজ এর সাধারণ ঠিকাদারবৃন্দ আজ মানবেতর জীবন যাপন করছে। আমরা বিশ্বাস করি জনগণের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ ঠিকাদারদের সম্পর্কে যে কথা বলেছেন তা অতি দ্রুত বাস্তবায়ন করা হবে।
সান নিউজ/এসকেডি/এনকে