নিজস্ব প্রতিনিধি, নাটোর : নাটোরের বড়াইগ্রাম চাল-ডালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বেকারদের কর্মসংস্থান, চাকরীর বয়সসীমা ৩৩ বছর নির্ধারণ ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ মার্চ ) সকালে জাতীয় যুব জোটের উদ্যোগে নাটোর-পাবনা মহাসড়কে বনপাড়া পৌর গেটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জাতীয় যুব জোটের জেলা সাধারণ সম্পাদক আলাউদ্দিনের সভাপতিত্বে জেলা জাসদ ছাত্রলীগের সভাপতি মিঠুন নন্দীর সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাসদ জাতীয় কমিটির সদস্য ও জাতীয় শ্রমিক জোট কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক তফিজুল ইসলাম পারুল মজুমদার।
সভায় জাতীয় শ্রমিক জোটের জেলা আইন সম্পাদক ইসরাফিল মীর ও যুব জোট নেতা গৌরাঙ্গ বাবু বক্তব্য রাখেন।
সান নিউজ/এসএস/এনকে